ভারতের বিভিন্ন শৈলশহর তালিকা PDF
![]() |
ভারতের বিভিন্ন শৈলশহর তালিকা PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, চাকরির পরীক্ষার উপযোগী ভারতের ভূগোলের একটি অন্যতম টপিক হিসাবে ভারতের বিভিন্ন শৈলশহর তালিকা PDF; যেটির মধ্যে ভারতের বিখ্যাত শৈলশহর ও তাদের অবস্থানের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং সময় নষ্ট না করে তালিকাটি তোমরা খুব ভালো করে দেখে নাও এবং নীচ থেকে তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও।
ভারতের বিখ্যাত শৈলশহর
শৈলশহর | রাজ্য |
---|---|
দার্জিলিং | পশ্চিমবঙ্গ |
কালিংপং | পশ্চিমবঙ্গ |
নৈনিতাল | উত্তরাঞ্চল |
আলমোড়া | উত্তরাঞ্চল |
মুসৌরি | উত্তরাঞ্চল |
যজ্ঞেশ্বর | উত্তরাঞ্চল |
ল্যান্ডসডাউন | উত্তরাঞ্চল |
কোদাইকানাল | তামিলনাড়ু |
উটকামন্ড | তামিলনাড়ু |
পাঁচমারি | মধ্যপ্রদেশ |
মাউন্ট আবু | রাজস্থান |
চেরাপুঞ্জি | মেঘালয় |
সিমলা | হিমাচল প্রদেশ |
কুলু উপত্যকা | হিমাচল প্রদেশ |
ডালহৌসি | হিমাচল প্রদেশ |
কাসাউলি | হিমাচল প্রদেশ |
গুলমার্গ | কাশ্মীর |
শ্রীনগর | জম্মু ও কাশ্মীর |
রাঁচি | ঝাড়খণ্ড |
File Details:
PDF Name : ভারতের বিভিন্ন শৈলশহর
Language : Bengali
Size : 0.1 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
More PDF | Download Link |
---|---|
ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল | Click Here |
ভারতের বিভিন্ন জলপ্রপাত | Click Here |
No comments:
Post a Comment