Breaking



Monday 4 January 2021

West Bengal Police Constable Preliminary Practice Set in Bengali PDF

West Bengal Police Constable Preliminary Practice Set in Bengali PDF - পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট PDF

West Bengal Police Constable Preliminary Practice Set in Bengali PDF
West Bengal Police Constable Preliminary Practice Set in Bengali PDF

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ বিনামূল্যে, West Bengal Police Constable Preliminary Practice Set in Bengali PDF; যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক বিষয়গুলি থেকে মোট পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে। যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে আগত পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবে।
      সুতরাং সময় অপচয় না করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি দেখে নাও এবং নীচ থেকে সেটটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও। আর হ্যাঁ পিডিএফ তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। 

WBP Constable Preliminary Practice Set

হিন্দি বলতে পারা পৃথিবীর প্রথম রোবটের নাম কি ?
সুরাজ
মায়া
রোশনি
রশ্মি 


 সম্প্রতি কোন সংস্থা জ্ঞানবাণী রেডিও স্টেশন চালু করলো ?
গুগল
ইগনু 
অ্যামাজন
ফ্লিপকার্ট


 সম্প্রতি প্রয়াত হলেন সোমনাথ চট্টোপাধ্যায়।  তিনি ছিলেন একজন –
ঐতিহাসিক
সাংবাদিক
সঙ্গীত শিল্পী
রাজনীতিবিদ 


 রাণী ঝাঁসি মেরিন উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
আসাম
ঝাড়খণ্ড
তামিলনাড়ু
আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ 


 নব্য প্রস্তর যুগে কোন ধাতুর ব্যবহার মানুষ সবথেকে বেশী করত ?
সোনা
লোহা
ব্রোঞ্জ
তামা


 হরপ্পার কোথায় ধান উৎপন্ন হত ?
রোপার
কালীবঙ্গান
লোথাল 
বেগড়


 ‘পঞ্চতন্ত্র’ কে রচনা করেন ?
কালিদাস
বাণভট্ট 
বিষ্ণুশর্মা 
তুলসীদাস 


 ক্যালডিনি কার উপগ্রহ ?
বুধ 
বৃহস্পতি 
শুক্র
পৃথিবী   


 কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় ?
নেপচুন
প্লুটো
ইউরেনাস 
বুধ 


 গ্রস্থ উপত্যকার অন্য নাম কি ?
ভোজ
হোর্স্ট 
গ্রাবেন 
কোনটিই নয় 


 ভর ও ভারের মধ্যে কোনটি বস্তুর স্বকীয় ধর্ম ?
ভর 
ভার 
দুটোই 
কোনটিই নয় 


 নীচের কোনটি স্কেলার রাশি ?
কার্য 
বল
খাত
ত্বরণ 


 সময়ের সাপেক্ষে কার্য করার হারকে কি বলে ?
ক্ষমতা  
শক্তি
বেগ
জুল 


 স্বাধীনতার পর কবে যোজনা আয়োগ গঠিত হয় ?
১৯৪৮ সালে
১৯৪৯ সালে
১৯৫০ সালে 
১৯৫১ সালে 


 ভারতে প্রথম কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় ?
১৯৫১ সালে 
১৯৫৩ সালে
১৯৫৫ সালে
১৯৫৭ সালে


 NABARD কোথায় অবস্থিত ?
আহমেদাবাদ
হায়দ্রাবাদ 
মুম্বাই 
নিউ দিল্লী 


 ভারতীয় গণপরিষদের চিহ্ন কি ?
পদ্ম
গণ্ডার
হাতি 
বাঘ 


 ভারতীয় সংবিধানের ১৪নং ধারায় কত রকমের সাম্যের কথা বলা হয়েছে ?
এক
দুই 
তিন
চার 


 ভারতীয় বিমান পরিষেবা নিয়ন্ত্রক সংস্থা কবে গঠিত হয় ?
১৯৯৫ সালের ১লা এপ্রিল 
১৯৯৬ সালের ১লা এপ্রিল
১৯৯৭ সালের ১লা এপ্রিল
১৯৯৮ সালের ১লা এপ্রিল 


 ময়ূর কবে জাতীয় পাখি হিসাবে গৃহীত হয়েছিল ?
১৯৬২ সালে
১৯৬৪ সালে
১৯৬৬ সালে
১৯৬৮ সালে 


 আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় ?
৮ই ফেব্রুয়ারি
৮ই মার্চ 
৮ই এপ্রিল
৮ই মে 


 টাইফয়েড কীসের কারণে হয় ?
পরিবেশ দূষণ
বায়ুদূষণ
জলদূষণ 
কোনটিই নয় 


 ‘Naked Triangle’ বইটির লেখক কে ?
খুশবন্ত সিং
অমৃতা সিং
আর. কে. নারায়ণ
বলবন্ত গার্গী 


 ১৯৮০ সালে মিস ইউনিভার্স কে হয়েছিলেন ?
ভন রাইডিং
চেলসি স্মিথ 
শন ওয়েদারলি 
কেউই নন 


 মারি ক্যুরি কত সালে নোবেল পুরস্কার পান ?
১৯০১ সালে
১৯০৩ সালে 
১৯০৫ সালে
১৯০৭ সালে 


সম্পূর্ণ প্র্যাকটিস সেটটির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : WBP Constable Preliminary Practice Set 06
Language : Bengali
Size : 0.9 mb 
No. of Pages : 06
Download Link : Click Here To Download

More PDFDownload Link
WBP কনস্টেবল প্র্যাকটিস সেট ০৫Click Here
WBP কনস্টেবল প্রশ্নপত্রClick Here

No comments:

Post a Comment