GK Album Part-55 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-55 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-55; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ “সব লাল হো জায়েগা” উক্তিটি কার ?
উত্তরঃ রঞ্জিত সিং।
❖ কোন নদীর উপর নিউইয়র্ক শহরটি অবস্থিত ?
উত্তরঃ হাডসন।
❖ ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি ?
উত্তরঃ হিরাকুঁদ।
❖ ভারতের কোন রাজ্যে দীর্ঘতম সড়কপথ আছে ?
উত্তরঃ উত্তরপ্রদেশ।
❖ ভাষার ভিত্তিতে প্রথম কোন রাজ্য গঠিত হয়েছিল ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।
❖ সর্বপ্রথম সাহিত্যে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন ?
উত্তরঃ স্যুলি প্র্যুদম।
❖ CAA এর সম্পূর্ণ নাম কি?
উত্তরঃ Citizenship Amendment Act.
❖ কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ অসম।
❖ বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত ?
উত্তরঃ পালি ভাষায়।
❖ ‘পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
No comments:
Post a Comment