GK Album Part-54 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-54 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-54; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ গুপী বাঘা চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
❖ গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায় ?
উত্তরঃ গুজরাট।
❖ বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
❖ চিল নায়েক কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন ?
উত্তরঃ ভিল বিদ্রোহের।
❖ ইলবার্ট বিল আন্দোলন কবে হয়েছিল ?
উত্তরঃ ১৮৮৩ খ্রিস্টাব্দে।
❖ জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজ এর প্রস্তাব গৃহীত হয় ?
উত্তরঃ ১৯২৯ খ্রিস্টাব্দে।
❖ গুলামগিরি গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ জ্যোতিবা ফুলে।
❖ বঙ্গীয় প্রজাস্বত্ত্ব আইন কবে পাশ হয় ?
উত্তরঃ ১৮৮৫ খ্রিস্টাব্দে।
❖ মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল ?
উত্তরঃ ১৯২৯ খ্রিস্টাব্দে।
❖ সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।
নপ
ReplyDelete