GK Album Part-52 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-52 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-52; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ কোন সাল থেকে বাঘকে জাতীয় প্রাণী হিসেবে গ্রহণ করা হয়েছে ?
উত্তরঃ ১৯৭৩ সাল থেকে।
❖ কোন সালটিকে আন্তর্জাতিক আলু বছর হিসাবে পালন করা হয় ?
উত্তরঃ ২০০৮ সালটিকে।
❖ সিলিকোসিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয় ?
উত্তরঃ ফুসফুস।
❖ অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া চালু হয় ?
উত্তরঃ ১৯৬১ সাল।
❖ "Fall of a Sparrow" বইটি কে লিখেছিলেন ?
উত্তরঃ সালিম আলী।
❖ প্রথম টেস্ট টিউব বেবি Louise Joy Brown এর জন্ম হয় কত সালে ?
উত্তরঃ ১৯৭৮ সালে।
❖ কবে প্যারিসে আইফেল টাওয়ার স্থাপিত হয় ?
উত্তরঃ ১৮৮৯ সালে।
❖ কত সালে প্রথম মরণোত্তর নোবেল দেওয়া হয় ?
উত্তরঃ ১৯৩১ সালে।
❖ তোম্বা দেবী কীসের জন্য অর্জুন পুরস্কার পান ?
উত্তরঃ জুডো।
❖ শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
উত্তরঃ কাবেরী।
❖ পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয় ?
উত্তরঃ ১৯৫৯ সালে।
No comments:
Post a Comment