GK Album Part-51 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-51 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-51; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ কংগ্রেসের তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কে ?
উত্তরঃ বদরুদ্দিন তায়েবজ়ি।
❖ "করেঙ্গে ইয়া মরেঙ্গে" উক্তিটি কার ?
উত্তরঃ মহাত্মা গান্ধি।
❖ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য্য কে ছিলেন ?
উত্তরঃ গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
❖ কাকে ভারতের বিসমার্ক বলা হয় ?
উত্তরঃ সর্দার বল্লভভাই প্যাটেলকে।
❖ কার নেতৃত্বে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ মাও সে তুং।
❖ কে গান্ধি বুড়ি নামে খ্যাত ?
উত্তরঃ মাতঙ্গিনী হাজরা।
❖ ভারতের মহান বৃদ্ধ নামে কে পরিচিত ?
উত্তরঃ দাদাভাই নওরোজি।
❖ কোন সন্ধিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল ?
উত্তরঃ ভার্সাই সন্ধি।
❖ আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজীর হাতে তুলে দিয়েছিলেন কে ?
উত্তরঃ রাসবিহারী বসু।
No comments:
Post a Comment