Breaking



Monday 11 January 2021

GK Album Part-47

GK Album Part-47 || জিকে অ্যালবাম

GK Album Part-47
GK Album Part-47

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-47; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

❖ যুধিষ্ঠির এর ছদ্মনাম কি ছিল ?
উত্তরঃ কঙ্কন। 

❖ কত সালে অলিম্পিক আরম্ভ হয়েছিল ?
উত্তরঃ খ্রি. পূ. ৭৭৬। 

❖ কার নেতৃত্বে অখিল ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটি গঠিত হয়েছিল ?
উত্তরঃ ইন্দিরা গান্ধী। 

❖ জু প্ল্যাংকটন কে কি বলা হয় ?
উত্তরঃ প্রাথমিক খাদক। 

❖ বিখ্যাত বিবি-কা-মকবরা কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঔরঙ্গাবাদ। 

 বিশ্ব রেড ক্রস দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ৮ই মে। 

❖ ভারতীয় সংবিধানের অষ্টম তপসিলে কোন ভাষাটি অন্তর্ভুক্ত নয় ?
উত্তরঃ কাশ্মীরি। 

❖ কোন দেশে প্রচুর পরিমাণে হীরে পাওয়া যায় ?
উত্তরঃ রাশিয়া। 

❖ কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮১৭ খ্রিস্টাব্দে। 

No comments:

Post a Comment