Breaking



Saturday 9 January 2021

GK Album Part-46

GK Album Part-46 || জিকে অ্যালবাম

GK Album Part-46
GK Album Part-46

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-46; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

❖ সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার খুব বেশী ভাবে করত ?
উত্তরঃ তামা।

❖ কে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন ?
উত্তরঃ মহাবীর।

❖ জয়পুরের "গোলাপী শহর" কোন পাথর দ্বারা গঠিত ?
উত্তরঃ বেলেপাথর। 

❖ বিখ্যাত নীল তিমি কোথায় বেশী দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ আর্কটিক মহাসাগর।

❖ SI পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি ?
উত্তরঃ মিটার।

❖ ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কি সঞ্চয় করি ?
উত্তরঃ স্থিতিশক্তি।

❖ সবাত শ্বসনের প্রথম পর্যায়টির নাম কি ?
উত্তরঃ গ্লাইকোলাইসিস।

❖ কোন অঙ্গানু শ্বসনে অংশ গ্রহণ করে ?
উত্তরঃ মাইট্রোকনডিয়া।

❖ ভারতের কোথায় সবথেকে বেশী সংখ্যক তফশিলি উপজাতির লোক বসবাস করে ?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

❖ ভারতের আইন কমিশন কত বছর অন্তর গঠিত হয় ?
উত্তরঃ তিন বছর। 

No comments:

Post a Comment