GK Album Part-42 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-42 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-42; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ ধানগাছের ক্রোমোজম সংখ্যা কত ?
উত্তরঃ ২৪টি।
❖ জীবাণু বিদ্যার জনক কে ?
উত্তরঃ লুই পাস্তুর।
❖ রক্ত শুন্যতা দেখা দেয় কীসের অভাবে ?
উত্তরঃ আয়রনের অভাবে।
❖ কিংস ক্রস রেলস্টেশন কোন শহরে অবস্থিত ?
উত্তরঃ লন্ডন।
❖ গুগলের CEO কে ?
উত্তরঃ সুন্দর পিচাই।
❖ অমৃতবাজার পত্রিকার প্রথম প্রকাশকাল কত ?
উত্তরঃ ১৮৬৮।
❖ তেমুচিন কী নামে আমাদের কাছে পরিচিত ?
উত্তরঃ চেঙ্গিস খাঁন।
❖ বেরিং প্রণালী পৃথক করেছে ?
উত্তরঃ আমেরিকা ও এশিয়াকে।
❖ জিব্রাল্টার প্রণালী যুক্ত করেছে ?
উত্তরঃ উত্তর আটলান্টিক ও ভুমধ্যসাগরকে।
❖ পাওলো মালদিনির নাম কীসের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ফুটবল।
❖ রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন ?
উত্তরঃ দ্বিতীয় আকবর।
No comments:
Post a Comment