GK Album Part-41 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-41 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-41; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ কত নং ধারা থেকে রাষ্ট্রের সংজ্ঞা জানা যায় ?
উত্তরঃ ৩৬ নং ধারা।
❖ অ্যান্টিসেপটিক সার্জারি কে আবিষ্কার করেন ?
উত্তরঃ জোসেফ লিস্টার।
❖ ভারতবর্ষে কোথায় প্রথম বৃক্ক প্রতিস্থাপন করানো হয় ?
উত্তরঃ ভেলোর।
❖ তড়িৎ রোধের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ ওহম।
❖ একটি অচৌম্বক পদার্থ ?
উত্তরঃ পিতল।
❖ মিনাবক্কম বিমানবন্দর কোথায় অবস্থিত ?
উত্তরঃ চেন্নাই।
❖ কাকে "হেরিং পন্ড" বলা হয় ?
উত্তরঃ আটলান্টিক মহাসাগর।
❖ দক্ষিণ ভারতে কারা সামুদ্রিক ক্ষমতার জন্য বিখ্যাত ছিল ?
উত্তরঃ চোল।
❖ বৈদিক যুগের শেষ দিকে কোন দেবতা প্রথম গুরুত্ব হারায় ?
উত্তরঃ বরুণ।
❖ ফল পাকানোর কাজে কোনটি ব্যবহার করা হয় ?
উত্তরঃ ইথিলিন।
❖ NATO এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ ব্রাসেলস।
No comments:
Post a Comment