Breaking



Friday 25 December 2020

WB Primary TET 2021 Practice Set in Bengali PDF

WB Primary TET 2021 Practice Set in Bengali PDF | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ২০২১ | Part-07

WB Primary TET 2021 Practice Set in Bengali PDF
WB Primary TET 2021 Practice Set in Bengali PDF

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আগত প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সহযোগিতা করতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, WB Primary TET 2021 Practice Set in Bengali PDF সম্পূর্ণ সিলেবাসভিত্তিক; যেটিতে সিলেবাসের পাঁচটি বিষয় থেকে পাঁচটি করে মোট পঁচিশটি প্রশ্ন দেওয়া আছে। 
            সুতরাং দেরী না করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি দেখে নাও এবং অফলাইনে যখন খুশি প্র্যাকটিসের জন্য নীচ থেকে প্র্যাকটিস সেটের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও। 

WB Primary TET 2021 Practice Set

01. ব্রেইল লেখা হয় কটি বিন্দু দিয়ে ?
ক) ছয়টি 
খ) আটটি
গ) দশটি 
ঘ) বারোটি 


02. কোঠারী কমিশন গঠিত হয় কার উদ্যোগে ?
ক) এম. সি. চাওলা 
খ) কে. সি. পন্থ
গ) এস. এল. বহুগুনা
ঘ) মতিলাল নেহরু


03. “ভগবান হল সত্য এবং সত্যই ভগবান” – উক্তিটি কার ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বিবেকানন্দ
গ) মহাত্মা গান্ধী 
ঘ) বিদ্যাসাগর 


04. বাঙালিদের প্রথম শিক্ষাগুরু কে ছিলেন ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বিবেকানন্দ
গ) মহাত্মা গান্ধী   
ঘ) বিদ্যাসাগর 


05. স্কিনারের তত্ত্বটি কি নামে পরিচিত ?
ক) প্রাচীন অনুবর্তন
খ) মধ্য অনুবর্তন
গ) আধুনিক অনুবর্তন
ঘ) অপারেন্ট অনুবর্তন 


06. কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ ?
ক) হাত 
খ) কুলা
গ) ডাগর 
ঘ) সবগুলিই 


07. ‘লুঙ্গি’ কোন ভাষার শব্দ ?
ক) পাঞ্জাবি
খ) তুর্কি
গ) জাপানি 
ঘ) গুজরাটি 


08. ‘নীল যে পদ্ম = নীলপদ্ম’ কোন সমাস ?
ক) দ্বিগু সমাস
খ) প্রাদি সমাস
গ) বহুব্রীহি সমাস
ঘ) কর্মধারয় সমাস 


09. ‘নিম’ কোন ভাষার উপসর্গ ?
ক) হিন্দি
খ) ফারসি
গ) উর্দু
ঘ) আরবি 


10. ‘ Make good’ সঠিক অনুবাদ কোনটি ?
ক) ক্ষতিপূরণ 
খ) ভালো কাজ
গ) ভালো তৈরি কর
ঘ) ভালো হওয়া


11. Antonym of Licentious ?
ক) Continent 
খ) Confused talk
গ) Clear
ঘ) Close


12. He was seen _____ to the school.
ক) went
খ) going 
গ) gone
ঘ) go    


13. He is very good _____ making stories.
ক) in
খ) about
গ) at 
ঘ) for     


14. Please _____ your dog. (Fill in the blanks)
ক) prevent
খ) stop
গ) restrain 
ঘ) subdue     


15. One who travels from place to place (One word substitution)
ক) Itinerant        
খ) Mendicant
গ) Journeyman
ঘ) Tramp


16. শেষ বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
ক) সুইডেনে
খ) ব্রাজিলে
গ) দক্ষিণ আফ্রিকায় 
ঘ) ভারতে 


17. ফ্লাই অ্যাশ এর উৎস কি ?
ক) ইটভাটা
খ) দাবানল
গ) কারখানার বর্জ্য
ঘ) তাপবিদ্যুৎ কেন্দ্র 


18. নিম্নলিখিত কোনটি গ্যাসীয় চক্র নয় ?
ক) কার্বন চক্র
খ) নাইট্রোজেন চক্র
গ) ফসফরাস চক্র 
ঘ) কোনটিই নয় 


19. বায়ু একটি কি পদার্থ ?
ক) জড় পদার্থ
খ) মিশ্র পদার্থ 
গ) যৌগিক পদার্থ
ঘ) মৌলিক পদার্থ 


20. ‘আরাবাড়ি’ নামটি কার সঙ্গে সম্পর্কিত ?
ক) বনসৃজন 
খ) পরিবেশ বাঁচাও
গ) চিপকো আন্দোলন
ঘ) যৌথ বন ব্যবস্থা 


21. 35টি কলম ও 65টি খাতা সর্বাধিক কতজন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে ?
ক) 5 জন 
খ) 6 জন
গ) 7 জন
ঘ) 8 জন 


22. তিন অঙ্কের কোন্ বৃহত্তম সংখ্যাকে 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে ?
ক) 955
খ) 963 
গ) 964 
ঘ) 965


23. দুটি সংখ্যার মধ্যে সমানুপাতী 4 এবং তৃতীয় সমানুপাতী 32, সংখ্যা দুটি নির্ণয় করো।
ক) 2 ও 3
খ) 2 ও 5
গ) 2 ও 6
ঘ) 2 ও 8 


24. একটি আয়তকার মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 13:5, মেঝেটির প্রস্থ যদি 10 মিটার হয়, তবে মেঝেটির পরিসীমা হবে - 
ক) 65
খ) 70
গ) 72 
ঘ) 75


25. একটি শ্রেণিতে 50 জন বালকের মধ্যে 30 জনের গড় উচ্চতা 160 সেমি। বাকি বালকের গড় উচ্চতা যদি 165 সেমি হয়, তবে ওই শ্রেণির গড় উচ্চতা কত ?
ক) 162 সেমি 
খ) 163 সেমি
গ) 164 সেমি
ঘ) 166 সেমি

File Details:
PDF Name : WB Primary TET 2021 Practice Set 07
Language : Bengali
Size : 0.5 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download
 
More PDFDownload Link
প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ০৬Click Here
প্রাইমারি টেট সিলেবাসClick Here

3 comments: