GK Album Part-40 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-40 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-40; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ কবে বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা আরম্ভ হয় ?
উত্তরঃ ২রা ডিসেম্বর ২০০১ সালে।
❖ “গরিবি হঠাও” -শ্লোগানটি কোন পরিকল্পনার সাথে যুক্ত ?
উত্তরঃ পঞ্চম।
❖ কোন অধাতুটি সাধারণ অবস্থায় তরল থাকে ?
উত্তরঃ ব্রোমিন।
❖ নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ?
উত্তরঃ সাতটি।
❖ এনার্জি কারেন্সি কাকে বলা হয় ?
উত্তরঃ ATP।
❖ পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৯টি।
❖ গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ নকরেক।
❖ ব্যাসল্ট শিলা কোন ধরণের আগ্নেয় শিলা ?
উত্তরঃ লাভা শিলা।
❖ ঋকবেদে কোন ধাতুর উল্লেখ নেই ?
উত্তরঃ সীসা।
❖ প্রাচীন ভারতের সবথেকে শক্তিশালী নগর রাজ্য কি ছিল ?
উত্তরঃ কাশি।
❖ হোল্ডিং কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ভলিবল।
No comments:
Post a Comment