Breaking



Wednesday 16 December 2020

GK Album Part-35

GK Album Part-35 - জিকে অ্যালবাম

GK Album Part-35
GK Album Part-35

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-35; যেটির মধ্যে সৌরজগত টপিক থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

❖ নীলগ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ পৃথিবীকে।

❖ সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ ইউরেনাসকে।

❖ লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ মঙ্গলকে।

❖ পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ শুক্র গ্রহকে।

❖ সূর্যের নিকটতম গ্রহের নাম কি ?
উত্তরঃ বুধ।

❖ সূর্যের দূরতম গ্রহের নাম কি ?
উত্তরঃ নেপচুন।

❖ অন্তঃস্থগ্রহ কাদের বলা হয় ?
উত্তরঃ বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল কে।

❖ বহিঃস্থগ্রহ কাদের বলা হয় ?
উত্তরঃ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন কে।

❖ পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি ?
উত্তরঃ শুক্র।

❖ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত ?
উত্তরঃ ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি। 

 চাঁদের ব্যাস কত ?
উত্তরঃ ৩৪৭৪ কিমি। 

No comments:

Post a Comment