GK Album Part-32 - জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-32 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-32; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ ব্ল্যাক হোল এর ধারণাটি প্রথম কে দিয়েছিলেন ?
উত্তরঃ আইনস্টাইন।
❖ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে ?
উত্তরঃ ১৯ নং ধারায়।
❖ ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ জেনেভাতে।
❖ থাইমাস গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরিত হয় ?
উত্তরঃ থাইমোসিন হরমোন।
❖ পঙ্কজ আদবানী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বিলিয়ার্ডস খেলার সঙ্গে।
❖ কোন রাজ্যে নোটঙ্কি লোকনৃত্যটি প্রচলিত ?
উত্তরঃ উত্তর প্রদেশ রাজ্যে।
❖ জ্যামিতি শাস্ত্রের জনক কাকে বলা হয় ?
উত্তরঃ ইউক্লিডকে।
❖ কোন ব্রিটিশ রাণী স্মল পক্স বা গুটি বসন্তে মারা যান ?
উত্তরঃ ভিক্টোরিয়া।
❖ আলিবাবা নাটকের রচয়িতা কে ?
উত্তরঃ ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ।
❖ ডেভিল মাছ বলা হয় কোন প্রাণীকে ?
উত্তরঃ অক্টোপাসকে।
❖ সরোদ বাদ্যযন্ত্রে কয়টি তার থাকে ?
উত্তরঃ ছয়টি।
No comments:
Post a Comment