Breaking







Tuesday, 8 December 2020

GK Album Part-31

GK Album Part-31 -জিকে অ্যালবাম

GK Album Part-31
GK Album Part-31

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-31; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ এগারোটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

❖ মরীচিকায় কোন ধরণের প্রতিবিম্ব গঠিত হয় ?
উত্তরঃ অসদবিম্ব।

❖ আর্সেনিক দূষণের ফলে কি রোগ হয় ?
উত্তরঃ ব্ল্যাকফুট রোগ। 

❖ কণার তরঙ্গ ধর্মের আবিষ্কর্তা কে ?
উত্তরঃ ডি ব্রগলি।

❖ পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নন ?
উত্তরঃ রাজ্যসভা।

❖ রাজ্যের সঞ্চিত তহবিল পরিচালিত হয় কার দ্বারা ?
উত্তরঃ রাজ্যপাল।

❖ উগান্ডার রাজধানীর নাম কি ?
উত্তরঃ কাম্পলা।

❖ আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ১৮ই ডিসেম্বর।

❖ মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তরঃ আন্দামান ও নিকবোর। 

❖ এন্না জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওড়িশা।

❖ কোন ছত্রাককে গ্রিপ মোল্ড বলা হয় ?
উত্তরঃ পেনিসিলিয়াম।

❖ কোন রাজ্যের রাজ্য গাছ নিম ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।

No comments:

Post a Comment