GK Album Part-28 - জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-28 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-28; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ এগারোটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ কপালকুণ্ডলা উপন্যাসের লেখক কে ?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
❖ হুতোম প্যাঁচা কার ছদ্মনাম ?
উত্তরঃ কালিপ্রসন্ন সিংহ।
❖ বিশ্ব হৃদয় দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২৯শে সেপ্টেম্বর।
❖ বিশ্ব রোগী সুরক্ষা দিবস পালিত হয় ?
উত্তরঃ ১৭ই সেপ্টেম্বর।
❖ রোহিয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তরঃ হিমাচলপ্রদেশে।
❖ কেভতি জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ।
❖ লোনার হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তরঃ মহারাষ্ট্র।
❖ কাবেরী নদীর উৎপত্তি কোথায় ?
উত্তরঃ কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বতে।
❖ ভারতবর্ষে পৌর শাসন ব্যবস্থার জনক কে ?
উত্তরঃ লর্ড রিপন।
❖ ভারতের সুপ্রিমকোর্টের কটি কার্যগত এলাকা রয়েছে ?
উত্তরঃ পাঁচটি।
❖ ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কী ?
উত্তরঃ রাজ্যসভা।
No comments:
Post a Comment