GK Album Part-27 | জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-27 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-27; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ এগারোটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ কোন ধাতুর বহুরূপতা আছে ?
উত্তরঃ কোবাল্ট।
❖ CGS পদ্ধতিতে লীনতাপের একক কি ?
উত্তরঃ ক্যালরি/গ্রাম।
❖ এরিথ্রোপোয়েটিন হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয় ?
উত্তরঃ বৃক্ক।
❖ তৃতীয় বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয়েছিল কার রাজত্বকালে ?
উত্তরঃ অশোক।
❖ সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিল ?
উত্তরঃ উপগুপ্ত।
❖ মগধের তৃতীয় রাজধানীর নাম কি ?
উত্তরঃ বৈশালী।
❖ পশ্চিমবঙ্গের গঙ্গা কোন অঞ্চলে প্রবেশ করেছে ?
উত্তরঃ ধুলিয়ান।
❖ ভারতের কোন রাজ্যের তিনদিকেই আন্তর্জাতিক সীমানা রয়েছে ?
উত্তরঃ সিকিম।
❖ কোন মাটিতে বাদাম ও তৈলবীজ উৎপাদন বেশী হয় ?
উত্তরঃ কৃষ্ণ মৃত্তিকা।
❖ ভারতীয় বীমাখাত নিয়ন্ত্রণ করা হয় কার দ্বারা ?
উত্তরঃ IRDA।
❖ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
উত্তরঃ মালদ্বীপ।
No comments:
Post a Comment