Breaking



Thursday 20 October 2022

প্রাথমিক টেট প্র্যাকটিস সেট PDF | Primary TET Practice Set in Bengali

প্রাথমিক টেট প্র্যাকটিস সেট PDF | Primary TET Practice Set 03

প্রাথমিক টেট প্র্যাকটিস সেট PDF | Primary TET Practice Set in Bengali
প্রাথমিক টেট প্র্যাকটিস সেট PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ প্রাথমিক টিচার নিয়োগের পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের এগিয়ে নিয়ে যেতে আজ শেয়ার করলাম ২৫ নম্বরের একটি প্রাথমিক টেট প্র্যাকটিস সেট পিডিএফ। যেটির মধ্যে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয় থেকে পাঁচটি করে প্রশ্ন দেওয়া আছে।

এই ধরনের প্র্যাকটিস সেটগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্নগুলি কুইজ আকারে দেখে নাও এবং অফলাইনে প্র্যাকটিসের জন্য নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

■ WB Primary TET Mini Practice Set 03

➤ শৈশবকালীন ভয়ের মধ্যে একটি প্রধান স্থান অধিকার করে আছে - 
ক) মাকে ভয়
খ) অন্ধকারে ভয় 
গ) ঠাণ্ডার ভয়
ঘ) ক্ষুধার ভয় 


➤ দীর্ঘদিন শিক্ষণীয় বিষয়টি মনে রাখতে হলে কোন পদ্ধতি দরকার হয় ?
ক) সবিরাম পদ্ধতি
খ) অতিশিখন পদ্ধতি 
গ) আবৃত্তি পদ্ধতি
ঘ) অংশ পদ্ধতি 


➤ শিশুর বিকাশের কয়টি স্তর ?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি 
ঘ) পাঁচটি


➤ শিক্ষার দ্বি-উপাদন তত্ত্বের ধাপগুলি কি কি ?
ক) স্পিয়ারম্যান  
খ) থর্নডাইক 
গ) কোহেলার
ঘ) রুশো  


➤ শিক্ষককে বাগানের মালির সাথে তুলনা করেছেন কে ?
ক) রুশো
খ) মন্তেসরি
গ) ফ্রয়েবেল 
ঘ) ডিউই


➤ আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালিত হয় ?
ক) ৫ই জুন 
খ) ৫ই জুলাই 
গ) ৮ই মার্চ
ঘ) ৮ই এপ্রিল 


➤ ওজোন হোল এর নামকরণ করেছেন কে ?
ক) ফ্রাঙ্কলিন
খ) মার্কনি
গ) আর্মস 
ঘ) ফারমেন 


➤ WWF এর পুরো নাম কি ? 
ক) ওয়াইল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড ফর নেচার
খ) ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার  
গ) ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড 
ঘ) ওয়ার্ল্ড ওয়ান্ডারার্স ফান্ড 


➤ বনের বাস্তুতন্ত্রে প্রাথমিক খাদক কোনটি ?
ক) উদ্ভিদ
খ) বাঘ
গ) হরিণ 
ঘ) শিয়াল  


➤ জীবাশ্ম জ্বালানি থেকে কি উৎপন্ন হয় ?
ক) অক্সিজেন
খ) মিথেন
গ) কার্বন ডাই অক্সাইড 
ঘ) হাইড্রোজেন 


➤ “আমার এই দেশেতে জন্ম - যেন এই দেশেতে মরি” – পঙক্তিটির কবি কে ?
ক) কাজী নজরুল ইসলাম
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) দ্বিজেন্দ্রলাল রায় 
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর 


➤ মহিমা শব্দের পদান্তর করো।
ক) মহত্ব 
খ) মহৎ 
গ) মহত্বতা
ঘ) মহান 


➤ অনাথ শব্দটির লিঙ্গান্তর করো।
ক) অনাথ
খ) অনাথিনী  
গ) অনাথিন
ঘ) অনাথী


➤ আসক্তি শব্দের বিপরীতার্থক শব্দ লেখো।
ক) অনাসক্তি 
খ) আমেজ
গ) বিচ্ছেদ
ঘ) বিসদ্ধি


➤ সাপ ধরতে পটু যে – এক কথায় প্রকাশ করো।  
ক) সাপুরে
খ) সর্প বিশারদ
গ) সর্প বিশেষজ্ঞ
ঘ) সাপুড়ে 


➤ প্রতি কেজি চালের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বে এই মূল্য ছিল 18 টাকা। পরিবারের খরচ একই রেখে চালের ব্যবহার কমাতে কত কমাতে হবে ?
ক) 5%
খ) 10%  
গ) 15%
ঘ) 20%


➤ গমের মূল্য 12% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম গম কম পান 56 টাকায়। তবে প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য কত ?
ক) 2 টাকা
খ) 2.5 টাকা
গ) 3 টাকা 
ঘ) 3.5 টাকা 


➤ এক ব্যক্তি 18% লাভে লবণ বিক্রি করে। প্রতি কিলোগ্রাম লবণ 8 টাকা কম মূল্যে বিক্রয় করলে 22% ক্ষতি হয়। তবে প্রতি কিলোগ্রাম লবণের ক্রয়মূল্য কত ?
ক) 18 টাকা 
খ) 20 টাকা  
গ) 22 টাকা 
ঘ) 23 টাকা 


➤ এক ব্যক্তি একটি পেন 12% লাভে বিক্রি করে।  যদি দ্রব্যটি আরও 3 টাকা বেশিতে বিক্রয় করা হত, তাহলে 18% লাভ হত। তবে পেনটির ক্রয়মূল্য কত ?
ক) 46 টাকা
খ) 50 টাকা  
গ) 60 টাকা 
ঘ) 64 টাকায় 


➤ A একটি কাজ 15 দিনে করতে পারে।  3 দিন কাজ করার পর A চলে যায়। বাকি কাজ B 8 দিনে শেষ করে।  তবে B একা ওই কাজটি কতদিনে শেষ করবে ?
ক) 8 দিন
খ) 10 দিন 
গ) 12 দিন
ঘ) 15 দিন 


Choose the appropriate preposition to fill in the blanks :

➤ The line lives ____ flesh.
A) At
B) To
C) Over
D) On 


➤ It is very hot ____ May.
A) At 
B) On
C) In 
D) Under


➤ It is ten ____ eight.
A) To 
B) From
C) On
D) Of


➤ He came ____ high family.
A) From
B) On
C) Under
D) Of 


➤ Choose the word which has been spelt correctly :
A) Electeed
B) Stattement
C) Beter
D) Tomorrow 


প্র্যাকটিস সেটটির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : WB Primary TET Mini Practice Set 03
Language : Bengali
Size : 0.7 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


1 comment: