ভারতের পদাধিকারী ব্যক্তিদের বেতন তালিকা PDF - Salary of Government Officials in India PDF
![]() |
ভারতের পদাধিকারী ব্যক্তিদের বেতন তালিকা PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, জিকের একটি গুরুত্বপূর্ণ টপিক হিসাবে ভারতের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদের বেতন বা মাইনের তালিকা পিডিএফসহ। এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় প্রায়শই প্রশ্ন এসে থাকে, তাই তোমরা যদি এই তালিকাটি ভালো করে মনে রাখতে পারো তাহলে আগত পরীক্ষাগুলিতে তোমাদের খুব উপকার হবে।
ভারতের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদের বেতন
পদাধিকারী ব্যক্তি | বেসিক বেতন |
---|---|
রাষ্ট্রপতি | পাঁচ লক্ষ টাকা |
উপরাষ্ট্রপতি | চার লক্ষ টাকা |
প্রধানমন্ত্রী | এক লক্ষ ষাট হাজার টাকা |
রাজ্যপাল | তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা |
উপরাজ্যপাল | এক লক্ষ দশ হাজার টাকা |
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি | দুই লক্ষ আশি হাজার টাকা |
সুপ্রিমকোর্টের বিচারপতি | দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা |
হাইকোর্টের প্রধান বিচারপতি | দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা |
হাইকোর্টের বিচারপতি | দুই লক্ষ পঁচিশ হাজার টাকা |
মুখ্য নির্বাচন কমিশনার | দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা |
ক্যাবিনেট সেক্রেটারি | দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা |
UPSC -র সভাপতি | দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা |
ভাইস চিফ আর্মি স্টাফ | দুই লক্ষ পঁচিশ হাজার টাকা |
চিফস অফ স্টাফ (আর্মি, এয়ার, নাভাল) | দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা |
MLA ও MP | এক লক্ষ দশ হাজার টাকা |
File Details:
PDF Name : Salary of Government Officials in India
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
More PDF | Download Link |
---|---|
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরদের তালিকা | Click Here |
অসংখ্য ধন্যবাদ এভাবে সাহায্য করা এবং পাশে থাকার জন্য।
ReplyDelete