GK Album Part-26 | জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-26 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-26; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ এগারোটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ রাডার কোন কাজে ব্যবহৃত হয় ?
উত্তরঃ উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে।
❖ ভিনিগারের রাসায়নিক নাম কি ?
উত্তরঃ লঘু অ্যাসিটিক অ্যাসিড।
❖ ক্যালগন পদ্ধতির অপর নাম কি ?
উত্তরঃ ফসফাইট।
❖ সিন্ধু সভ্যতার নামকরণ কে করেছিলেন ?
উত্তরঃ জন মার্শাল।
❖ ‘ফ্লাউড কমিশন’ কার নির্দেশে গঠিত হয় ?
উত্তরঃ ফজলুল হক।
❖ কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল কে গঠন করেন ?
উত্তরঃ চিত্তরঞ্জন দাস।
❖ ‘রিয়া’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ নদী উপত্যকার নিমজ্জিত অংশ।
❖ উশ্রী জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঝাড়খণ্ডের গিরিডিতে।
❖ মহানন্দা নদীর উৎপত্তিস্থল ?
উত্তরঃ পাগলাঝোড়া জলপ্রপাত।
❖ ভারতের প্রথম ফিসক্যাল কমিশন কত সালে নিযুক্ত হয় ?
উত্তরঃ ১৯২১ সালে।
❖ ভারতীয় সংবিধানের অর্থ কমিশন গঠিত হয়েছে কত নং ধারা অনুযায়ী ?
উত্তরঃ ২৮০ ধারা অনুযায়ী।
No comments:
Post a Comment