GK Album Part-22 | জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-22 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-22; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ এগারোটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয় না ?
উত্তরঃ ব্লাইন্ড স্পট।
❖ নেলপালিশ রিমুভারে কি থাকে ?
উত্তরঃ অ্যাসিটোন।
❖ কাঁদানি গ্যাস তৈরিতে ব্যবহৃত হয় ?
উত্তরঃ ক্লোরোপিকরিন।
❖ সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল ?
উত্তরঃ কৃষিকাজ।
❖ কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল ?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে।
❖ মাদ্রাজ মহাজন সভা কবে গঠিত হয় ?
উত্তরঃ ১৮৮৪ সালে।
❖ বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ তাজিন ডং।
❖ নায়াগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট ?
উত্তরঃ সেন্ট লরেন্স।
❖ হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তরঃ ১৫৭৬ সালে।
❖ জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়েছিল ?
উত্তরঃ ১৯৫২ সালে।
❖ ভারতের কোন রাজ্যে একমাত্র সান্ধ্য আদালত আছে ?
উত্তরঃ গুজরাট।
No comments:
Post a Comment