Breaking







Monday, 16 November 2020

GK Album Part-21

GK Album Part-21 - জিকে অ্যালবাম

GK Album Part-21
GK Album Part-21

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-21; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ এগারোটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

❖ অলীক বল কাকে বলে ?
উত্তরঃ অপকেন্দ্র বলকে।

❖ কণার তরঙ্গ ধর্মের আবিষ্কর্তা কে ?
উত্তরঃ ডি ব্রগলি।

❖ প্রোটন ও নিউট্রন কণা কে একসঙ্গে কি বলে ?
উত্তরঃ নিউক্লিয়ন। 

❖ হিন্দুমেলার উদ্যোক্তা কে ছিলেন ?
উত্তরঃ রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্র।

❖ আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটি ?
উত্তরঃ অসিরগড়।

❖ আসম কেশরী নামে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ অম্বিকা গিরি রায়চৌধুরী।

❖ জাতীয় এইডস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ পুনে।

❖ ইন্দারকিল্লা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তরঃ হিমাচল প্রদেশ।

❖ রিহান্দ কোন নদীর উপনদী ?
উত্তরঃ শোন নদীর।

❖ ঝাড়খণ্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে ?
উত্তরঃ ১৫ই নভেম্বর ২০০০ সালে। 

❖ সবুজ বিপ্লব প্রথমে কোথায় ঘটেছিল ?
উত্তরঃ পাঞ্জাব ও হরিয়ানা।

No comments:

Post a Comment