Breaking







Saturday, 14 November 2020

GK Album Part-20

GK Album Part-20 | জিকে অ্যালবাম

GK Album Part-20
GK Album Part-20

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-20; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

❖ কোন দুটি ব্যাকটেরিয়া জৈব সার হিসাবে ব্যবহৃত হয় ?
উত্তরঃ রাইজোবিয়াম ও অ্যাজোটোব্যাকটার।

❖ গ্লোবার সল্টের রাসায়নিক নাম কি ?
উত্তরঃ সোডিয়াম সালফেট।

❖ মোমবাতির দহন কি ধরণের পরিবর্তন ঘটায় ?
উত্তরঃ ভৌত ও রাসায়নিক উভয়ই।

❖ কার আমলে উপনিষদ পার্সি ভাষায় অনুমোদিত হয় ?
উত্তরঃ শাহজাহান।

❖ মোঘল আমলে কোন নারী ঐতিহাসিক দলিল রচনা করেন ?
উত্তরঃ গুলবদন বেগম। 

 ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ জেনেভা। 

❖ সিল্কা ও সুঙ্গারি কোন নদীর উপনদী ?
উত্তরঃ আমুর।

❖ কোন রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায় না ?
উত্তরঃ আসাম।

❖ মান্ডভী বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ গুজরাটে।

❖ 'জওহর রোজগার যোজনা' প্রবর্তিত হয় কোন পরিকল্পনায় ?
উত্তরঃ সপ্তম পরিকল্পনায়।

No comments:

Post a Comment