Breaking







Sunday, 8 November 2020

GK Album Part-17

GK Album Part-17 | জিকে অ্যালবাম

GK Album Part-17
GK Album Part-17

কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-17; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ এগারোটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

❖ কার্বনের কয়টি আইসোটোপ আছে ?
উত্তরঃ তিনটি।

❖ কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ?
উত্তরঃ নিউক্লিয়াস। 

❖ লঘু মস্তিষ্কের কাজ কি ?
উত্তরঃ ভারসাম্য নিয়ন্ত্রণ করা।

❖ ‘গো-ব্রাহ্মণ প্রতিপালক’ উপাধি ধারণ করেন কে ?
উত্তরঃ শিবাজী।

❖ আকবর ‘কবিপ্রিয়’ উপাধি দিয়েছিলেন কাকে ?
উত্তরঃ বীরবলকে। 

❖ রংপুরের বিদ্রোহ সংঘটিত হয়েছিল কত সালে ?
উত্তরঃ ১৭৮৩ সালে।

 ‘বাদশাহ নামা’ গ্রন্থটি রচনা করেন কে ?
উত্তরঃ আব্দুল হামিদ লাহোরী।

❖ ইবাদ খানা কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ আকবর।

❖ উত্তর রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ নতুন দিল্লী।

❖ OPEC এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ভিয়েনাতে।

❖ ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কার আমলে ?
উত্তরঃ লর্ড মেয়ো।

No comments:

Post a Comment