GK Album Part-16 | জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-16 |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-16; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ ভারতের পঞ্চবার্ষিকীর ধারনাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে ?
উত্তরঃ রাশিয়া থেকে।
❖ লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ জওহরলাল নেহেরু।
❖ কত নম্বর ধারা অনুযায়ী স্পিকার কোনো বিলকে অর্থবিলের সার্টিফিকেট প্রদান করেন ?
উত্তরঃ ১১০ নং ধারায়।
❖ ইলবার্ট বিল চালু করেন কে ?
উত্তরঃ লর্ড রিপন।
❖ রণথম্বোর অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ রাজস্থানে।
❖ উরুগুয়ের রাজধানীর নাম কি ?
উত্তরঃ মন্টেভিডিও।
❖ ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ নরেন্দ্র চন্দ্র দত্ত।
❖ স্পীড পোস্ট ভারতে চালু হয় কোন সাল থেকে ?
উত্তরঃ ১৯৮৬ সাল থেকে।
❖ গামা রশ্মি আবিষ্কার করেন কে ?
উত্তরঃ পল ভিলার্ড।
❖ পতঙ্গের লার্ভার নির্মোচন সহায়ক হরমোনটির নাম কি ?
উত্তরঃ একডাইসোন।
No comments:
Post a Comment