GK Album Part-15 | জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-15 |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-15; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ এগারোটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ স্পঞ্জের দেহে প্রাপ্ত অ্যামিবার মতো কোশকে কি বলে ?
উত্তরঃ সিনোসাইট।
❖ দইয়ে কোন অ্যাসিড থাকে ?
উত্তরঃ ল্যাকটিক অ্যাসিড।
❖ ভারতের নেপোলিয়ান কাকে আখ্যা দেওয়া হয়েছে ?
উত্তরঃ সমুদ্র গুপ্ত।
❖ কত সালে বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ ১৮৮৫ সালে।
❖ দ্বিতীয় ইঙ্গ মহীশুর যুদ্ধ কত সালে শুরু হয়েছিল ?
উত্তরঃ ১৭৮০ সালে।
❖ মরু ক্ষয়চক্রের ফলে গঠিত অনুচ্চ টিলাকে কি বলে ?
উত্তরঃ ইনসেলবার্জ।
❖ পৃথিবীর উচ্চতম বালিয়াড়ি কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তর আফ্রিকার আলজিরিয়ায়।
❖ মরু অঞ্চলে গঠিত মাটির নাম কি ?
উত্তরঃ সিরোজেম।
❖ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে ?
উত্তরঃ ১৭ নং ধারায়।
❖ লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে ?
উত্তরঃ ৫৫২ জন।
❖ রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় কত সালে ?
উত্তরঃ ১৯৫৩ সালে।
No comments:
Post a Comment