Breaking



Monday 2 November 2020

GK Album Part-14

GK Album Part-14 | জিকে অ্যালবাম

GK Album Part-14
GK Album Part-14

কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-14; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ এগারোটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

❖ হাইড্রোজেন কথার অর্থ কি ?
উত্তরঃ জল উৎপাদক।

❖ অণু ও পরমাণুর ভর মাপতে কোন এককটি ব্যবহৃত হয় ?
উত্তরঃ ডালটন একক।

❖ অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি ?
উত্তরঃ সুপ্রারেনাল গ্রন্থি।

❖ ষোড়শ মহাজন পদের অন্যতম জনপদ গান্ধার এর রাজধানীর নাম কি ছিল ?
উত্তরঃ তক্ষশীলা।   

❖ ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয় ?
উত্তরঃ নানা ফড়নবিশ। 

❖ কোন সাহিত্যে তাম্রলিপ্ত বন্দরের কথা পাওয়া গেছে ?
উত্তরঃ প্রাচীন বৌদ্ধ সাহিত্যে। 

❖ আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
 উত্তরঃ জর্জ ওয়াশিংটন। 

❖ শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় বিভক্ত কোন ধর্ম ?
উত্তরঃ জৈনধর্ম।

❖ অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কত সালে ?
উত্তরঃ ১৯২০ সালে।

❖ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল কোন শহরে ?
উত্তরঃ অমৃতসর শহরে। 

❖ বর্তমান ভারত কার রচনা ?
উত্তরঃ স্বামী বিবেকানন্দ। 

No comments:

Post a Comment