GK Album Part-13 | জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-13 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-13; যেটির মধ্যে জিকে গুরুত্বপূর্ণ এগারোটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির দ্বারা তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ কোন উদ্ভিদের কাণ্ডে জলসঞ্চয়ী কোশ আছে ?
উত্তরঃ ফণীমনসা।
❖ গরবা কোন রাজ্যের লোকনৃত্য ?
উত্তরঃ গুজরাট।
❖ সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায় ?
উত্তরঃ মানস সরোবর হ্রদ।
❖ কে আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ রামমোহন রায়।
❖ ভারতের প্রথম চুল্লির নাম কি ?
উত্তরঃ অপ্সরা।
❖ মানস ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত ?
উত্তরঃ অসম।
❖ পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি ?
উত্তরঃ ঋকবেদ।
❖ আর্যদের প্রধান বাহক কি ছিল ?
উত্তরঃ উট।
❖ কুমিরের শ্বাস অঙ্গের নাম কি ?
উত্তরঃ ফুসফুস।
❖ ভারতের পার্লামেন্টের কয়টি কক্ষ ?
উত্তরঃ দুইটি।
❖ কত সালে রাওলাট আইন পাশ হয়েছিল ?
উত্তরঃ ১৯১৯ সালে।
No comments:
Post a Comment