Breaking



Monday 30 October 2023

জিকে MCQ | GK MCQ in Bengali

জিকে MCQ প্রশ্ন উত্তর PDF | GK MCQ in Bengali PDF

জিকে MCQ | GK MCQ in Bengali
জিকে MCQ
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে জিকে MCQ প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে ১০০টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন MCQ ফরম্যাটে দেওয়া আছে। যে প্রশ্নগুলি আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

জিকে MCQ প্রশ্ন উত্তর

০১. অষ্ট্রেলিয়ার রাজধানীর নাম কি ?
ক্যানবেরা 
সিডনি
মেলবোর্ন
তেহরান

০২. কোলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয় ?
১৮১০ সালে 
১৮০৫ সালে 
১৮০২ সালে 
১৮০০ সালে 

০৩. পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশের ?
রাশিয়াতে
আমেরিকায়
ভারতে  
চীনে

০৪. খড়গপুরে IIT প্রতিষ্ঠা হয় কবে ?
১৯৪৭ সালে 
১৯৪৮ সালে 
১৯৫০ সালে 
১৯৫১ সালে

০৫. গান্ধিজীর পুরো নাম কি ?
মহত্মা গান্ধী
মদনমোহন গান্ধী
মোহনদাস করম চাঁদ গান্ধী  
মোহনলাল গান্ধী

০৬. ভারতে নবগঠিত রাজ‍্যটি কোনটি ?
ছত্তিশগড়
তেলেঙ্গানা  
ঝাড়খণ্ড
মিজোরাম

০৭. ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয় ?
১৯৩৯ সালে 
১৯৪১ সালে 
১৯৪৫ সালে 
১৯৪২ সালে

০৮. ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে ?
সুপ্রিমকোর্টের বিচারপতি  
হাইকোর্টের বিচারপতি
প্রধানমন্ত্রী
লোকসভার অধ‍্যক্ষ

০৯. মিকি মাউস এর স্রষ্টা কে ?
ল্যারিপেজ
ওয়াল্ট ডিজনী
আর্থার রিম্বন
চালস উড

১০. ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত রাজ‍্য কোনটি ?
পশ্চিমবঙ্গ
পাঞ্জাব
উত্তরপ্রদেশ
রাজস্থান

১১. অল ইন্ডিয়া রেডিও এর সূচনা হয় কবে ?
১৯৩৪ সালে 
১৯৩৬ সালে  
১৯৩৮ সালে 
১৯৪০ সালে 

১২. বেদ কথার অর্থ কি ?
জ্ঞান
পবিত্র
শিষ্য
নির্ভীক

১৩. রামচরিত গ্ৰন্থটি রচনা করেছেন কে ?
তুলসী দাস
সন্ধ‍্যাকর নন্দী 
মালাধর বসু
বল্লাল সেন

১৪. অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনাম টি ব‍্যবহার করেছেন - 
কাফি খাঁ
নিরপেক্ষ
স্বপন বুড়ো  
যুবনাশ্ব

১৫. রক্তক্ষরণ রোগটি হয় - 
ভিটামিন A এর অভাবে
ভিটামিন B এর অভাবে
ভিটামিন E এর অভাবে
ভিটামিন K এর অভাবে  

১৬. অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে ?
বিমল ঘোষ
জয় গোস্বামী
নজরুল ইসলাম  
মধুসূদন দত্ত

১৭. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি ?
১২ জোড়া
১৬ জোড়া
২২ জোড়া
২৩ জোড়া 

১৮. নিম্নের কোনটি শীতলতম গ্ৰহ হিসেবে পরিচিত ?
ইউরেনাস  
শনি
বুধ
মঙ্গল

১৯. নিম্নের কোন কোনটিকে নীল গ্ৰহ বলা হয় ?
মঙ্গল
বুধ
শনি
পৃথিবী  

২০. সংবিধানের অভিভাবক কাকে বলা হয় ?
হাইকোর্টকে
সুপ্রিমকোর্টকে
রাষ্ট্রপতিকে
প্রধানমন্ত্রীকে

২১. ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত ?
ব্রিটেন 
আমেরিকা
চীন
ফ্রান্স

২২. সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল ?
১৯৭৯ সালে
১৯৭৮ সালে
১৯৮০ সালে
১৯৮১ সালে

২৩. সুপ্রিমকোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন ?
৬০ বছরে
৬৫ বছরে 
৭০ বছরে
নির্দিষ্ট কোন বয়সসীমা নেই

২৪. কীসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায় ?
জরুরী অবস্থায়
আর্থিক জরুরী অবস্থায়
রাষ্ট্রপতি চাইলেই
সবসময়ই

২৫. দ্রাঘিমারেখার সংখ্যা কয়টি ?
১৮০টি
২৮০টি
৩৬০টি  
৪৬০টি 

২৬. গঙ্গা উপন্যাসটির রচয়িতা কে ?
সমরেশ মজুমদার 
সমরেশ বসু 
মানিক বন্দ্যোপাধ্যায়
শীর্ষেন্দু মুখোপাধ্যায় 

২৭. কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় ? 
কুট্টিকে
শঙ্করকে
চণ্ডী লাহিড়ীকে
গগনেন্দ্রনাথকে

২৮. স্বামী বিবেকানন্দ কত সালে জন্ম গ্ৰহণ করেন ?
১৮৬০ খ্রিস্টাব্দে
১৮৬১ খ্রিস্টাব্দে 
১৮৬২ খ্রিস্টাব্দে 
১৮৬৩ খ্রিস্টাব্দে

২৯. সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল ?
কৃষিকাজ 
শিকার
পশুপালন 
বাণিজ্য

৩০. ডিরোজিও নিম্নের কোন ছদ্মনামে কবিতা লিখতেন ?
জুভেনিস
কনিষ্ক
চাঁদকীট
নিশাচর

৩১. জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী ?
বিমল ঘোষ
মান্না দে 
মনীশ ঘটক
রাম রাম বসু

৩২. ইরাকের রাজধানীর নাম কি ?
বাগদাদ
তেহরান
জাকার্তা
তিরানা

৩৩. কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় ?
কেশব চন্দ্র সেন
ডি এল রায়
স্বদেশরঞ্জন মিত্র
রামমোহন রায়

৩৪. ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন ?
আলাউদ্দিন খলজী  
ইব্রাহিম লোদী
শেরশাহ
মহম্মদ বিন তুঘলক

৩৫. বতর্মানে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কত ?
একুশটি
তেইশটি 
পঁচিশটি 
সাতাশটি 

৩৬. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ?
বিম্বিসার  
চন্দ্রগুপ্ত
শ্রীগুপ্ত 
বিন্দুসার

৩৭. কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় ? 
১৮৯৫ সালে 
১৮৯৬ সালে
১৮৯৭ সালে
১৮৯৮ সালে 

৩৮. মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে ?
তামা  
রূপো
ব্রোঞ্জ
পিতল

৩৯. বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমন্ডল বলা হয় ?
ট্রপোস্ফিয়ার
স্ট‍্যাটোস্ফিয়ার
মেসোস্ফিয়ার
এক্সোস্ফিয়ার

৪০. কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন ?
ভূ-বিজ্ঞানী এরাটোথেনিস
ভূ-বিজ্ঞানী টলেমি 
বিজ্ঞানী এরিস্টটল
চিত্রকর পাবালো পিকাসো

৪১. ভারতের সিভিল সার্ভিসের জনক কে ?
লর্ড ডালহৌসি
সুরেন্দ্রনাথ বন্দ‍্যোপাধ‍্যায়
জেনারেল ডায়ার
কর্নওয়ালিস  

৪২. পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেসের উৎপত্তিস্থল হল - 
মস্তিষ্ক
রক্ত
থাইরয়েড
অগ্নাশয়

৪৩. কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ?
শতদ্রু
ইরাবতী
চন্দ্রভাগা 
ঝিলাম  

৪৪. নর্মদা নদীর উৎপত্তি কোথায় ?
অমরকণ্টক মালভূমি
বিন্ধ্য পর্বতমালা 
মাইথাল পর্বতমালা 
পালনী পর্বত 

৪৫. তিন বিঘা করিডর যোগ করেছে - 
ভারত ও পাকিস্তানকে
ভারত ও চীনকে
ভারত ও ভুটানকে
ভারত ও বাংলাদেশকে

৪৬. পীরপাঞ্জাল গিরিশ্রেনি হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত - 
গ্রেটার হিমালয়
ট্রান্স হিমালয়
লেসার হিমালয়
শিবালিক

৪৭. পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত -
অসম ও বাংলাদেশ
বিহার ও ঝাড়খণ্ড
সিকিম ও ভুটান
উড়িষ্যা ও ঝাড়খণ্ড 

৪৮. লাদাক অঞ্চলে কোন হিমালীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয় ?
শ্রীনগর
টিসকি
মানালি 
লে 

৪৯. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
দাদাভাই নৌরজী    
বদরুদ্দিন তায়েরজী     
ডব্লিউ সি. ব্যানার্জি 
ফিরোজশা মেহতা  

৫০. কপিলধারা ফলসের অবস্থান -
সোন নদীর উপর
চম্বল নদীর উপর
নর্মদা নদীর উপর  
কৃষ্ণা নদীর উপর  

৫১. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত ?
কর্ণাটক
কেরল
ওড়িশা
তামিলনাড়ু

৫২. ভারতের মোট অন্তদেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র হল -
কৃষি ও কৃষি সম্পর্কিত কাজকর্ম
বহির্বাণিজ্য
যন্ত্র ও নির্মাণ শিল্প, বিদ্যুৎ এবং গ্যাস
পরিষেবা ক্ষেত্র

৫৩. ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশী সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে ?
অন্ধ্রপ্রদেশ
বিহার
মধ্যপ্রদেশ
উত্তরপ্রদেশ

৫৪. হিমালয় হচ্ছে -
ভঙ্গিল পর্বত 
স্তূপ পর্বত
অবশিষ্ট পর্বত
টেবিল ল্যান্ড

৫৫. পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায় -
১০০০ মিটারের নীচে
১০০০ মিটার – ১৫০০ মিটার 
১৫০০ মিটার – ৩০০০ মিটার 
৩০০০ মিটারের ওপরে 

৫৬. দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয় -
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট  
রাশিয়ার লীনা প্রজেক্ট
আমাজন নদীর উপত্যকা প্রজেক্ট
চীনের হোয়াং-হো প্রজেক্ট

৫৭. পাট চাষের প্রধান ক্ষেত্র হল -
তামিলনাড়ু
পশ্চিমবঙ্গ 
কেরল
হিমাচল প্রদেশ 

৫৮. ভারতে নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল ?
১৯৪২ সালে 
১৯৪৪ সালে 
১৯৪৬ সালে 
১৯৪৮ সালে 

৫৯. ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যটি কোনটি ?
রাজস্থান
সিকিম 
অরুণাচল প্রদেশ
হিমাচল প্রদেশ

৬০. সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরল্যাগ যে ফসল আবিষ্কার করেছেন তা হল - 
ধান
পাট
ভুট্টা
উচ্চফলনশীল গম 

৬১. সুনামি ঘটার কারণ হল -
ভূমিকম্প
মহাজাগতিক উল্কাপিণ্ডের পতন
সমুদ্রতলদেশে অগ্নুৎপাত বিস্ফোরণ সহযোগে
উপরের সবকটি 

৬২. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?
১৫২৬ সালে
১৫২৭ সালে 
১৫২৮ সালে
১৫২৯ সালে 

৬৩. পুরীর জগন্নাথ মন্দিরটি কে নির্মাণ করেছেন ?
রাজা অমর নাথ বর্মন
রাজা রাজ বর্মন
রাজা অনন্ত বর্মন
শশাঙ্ক বর্মন

৬৪. ইনসুলিনের অভাবে যে রোগ হয় তা হল -
থাইরয়েড
পোলিও
জ্বর
ডায়াবেটিস

৬৫. অমৃতসরের স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করেছেন ?
গুরু রামদাস
গুরু গোবিন্দদাস
গুরু রাধাকান্ত দাস
গুরুসদয় দত্ত

৬৬. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?
আলিব‍র্দী খাঁ
মুর্শিদকুলি খাঁ 
সিরাজউদ্দৌলা
নবাব মিরজাফর

৬৭. ট্রাকিয়া কার শ্বাস অঙ্গ ?
ফড়িং
চিংড়ি
কেঁচো
আরশোলা

৬৮. কোলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন কে ?
জব চার্নক
লর্ড মিঁয়ো
লর্ড ডালহৌসী
ওয়ারেং হেস্টিংস

৬৯. মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন ?
আকবরের
শিবাজীর
আলাউদ্দিন খলজীর  
শেরশাহের

৭০. উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কি রোগ হয় ?
ক্লোরোসিস
নেক্রোসিস
মিনামাটা
কোনটিই নয়

৭১. বিখ্যাত অবিস্মরণীয় শিল্পকীর্তি ময়ূর সিংহাসন কে তৈরী করেছেন ?
জাহাঙ্গীর
শাহজাহান
আকবর
বাবর

৭২. জটায়ু চরিত্রটির স্রষ্টা হলেন - 
প্রেমেন্দ্র মিত্র
সত্যজিৎ রায় 
নারায়ণ গঙ্গোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ‍্যোপাধ‍্যায়

৭৩. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
রাজেন্দ্রপ্রসাদ 
রাধাকৃষ্ণণ
মহাত্মা গান্ধী
সঞ্জীব রেড্ডি

৭৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে ?
১৯৩৫ সালে
১৯৩৭ সালে
১৯৩৯ সালে
১৯৪০ সালে 

৭৫. বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন ?
ফোর্ড
মার্ক‌োনি
এডিসন
এদের কেউই নন

৭৬. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় ?
জিরাফ
গাধা
ঘোড়া
উট  

৭৭. ভারতে সার্বজনীয় প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের বয়সসীমা কত ?
১২ বছর 
১৮ বছর 
২১ বছর
২২ বছর 

৭৮. কোনটি ছাড়া রাজনৈতিক ন্যায় বিচার অসম্ভব - 
ধর্মীয় ন্যায়
সামাজিক ন্যায়
অর্থনৈতিক ন্যায় 
সবকটি

৭৯. গনতন্ত্রের মূল মন্ত্র হল - 
সাম্য স্বাধীনতার ন্যায়
ধর্মীয় অনুশাসন
সাম্য-মৈত্রী
সবকটি

৮০. ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীর প্রধান কে ?
প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি  
অ্যাটর্নি জেনারেল
কেউই নন

৮১. ভারতীয় সুলতানদের মধ্যে মূল্য নীতির ব‍্যবস্থা করেছিলেন কে ?
আলাউদ্দিন খলজী  
কুতুবউদ্দিন
ফিরোজ শাহ তুঘলক
মহম্মদ বিন তুঘলক

৮২. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ?
দেবপাল
ধর্মপাল
গোপাল 
লক্ষণ শেঠ

৮৩. কপালকুণ্ডলা উপন্যাসটি কে লিখেছেন ?
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়  
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ‍্যোপাধ‍্যায়

৮৪. ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত ছিলেন ? 
কুতুবউদ্দিন আইবক
ফিরোজ শাহ তুঘলক
গিয়াস উদ্দিন তুঘলক
মহম্মদ বিন তুঘলক  

৮৫. বেদের কটি ভাগ ?
চারটি  
দুইটি
পাঁচটি
আটটি

৮৬. ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন ?
আব্দুল কালাম
প্রতিভা সিং প্যাটেল
ড. জাকির হোসেন
ড. রাজেন্দ্রপ্রসাদ  

৮৭. পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন ?
ইব্রাহিম লোদী
হিমু  
রানা প্রতাপ
বিক্রম সিং

৮৮. ভারতের সবচেয়ে পরিচ্ছন্নতম শহর হিসাবে ঘোষিত হল কোন শহর ?
লখনউ
ব‍্যাঙ্গালোর
ইন্দোর 
ভূপাল

৮৯. উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে ?
জাপানকে  
চীনকে
নরওয়েকে
সুইজারল্যান্ডকে

৯০. সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখো। 
মঙ্গল পান্ডে
সিধু  
বুদ্ধ ও ভগৎ
তিতুমীর

৯১. আলেকজান্ডার যে সম্রাটের শাসনকালে ভারত আক্রমণ করেছেন তার নাম কি ?
বিম্বিসার
মহাপদ্মা নন্দ
ধননন্দ  
অজাত শত্রু

৯২. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কাকে ?
এশিয়াকে
আফ্রিকাকে
দক্ষিণ আমেরিকাকে
অষ্ট্রেলিয়াকে

৯৩. প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন ?
রঞ্জিত সিং  
আজার উদ্দিন
পঙ্কজ রায়
সুনীল গাভাস্কার

৯৪. পৃথিবীর দ্রুততম মানুষ হিসেবে পরিচিত কে ?
মাইকেল গ্যাথলিং
পি টি ঊষা
মিলখা সিং
উসেইন বোল্ট  

৯৫. দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয় কত সালে ?
১১৯০ সালে 
১১৯১ সালে 
১১৯২ সালে  
১১৯৩ সালে 

৯৬. ফারুকসিয়ারের ফরমান জারি হয় কত সালে ?
১৬১৫ সালে 
১৬১৬ সালে 
১৬১৭ সালে 
১৭১৭ সালে 

৯৭. প্রীতিলতা ওয়াদ্দেদার শহীদ হন কত বছর বয়সে ?
২২বছর বয়সে
২৪বছর বয়সে  
২৫বছর বয়সে
২৬বছর বয়সে

৯৮. নেপালের প্রধান নদীর নাম কি ?
কালিগণ্ডক 
ব্রহ্মপুত্র
সিন্ধু
মানস

৯৯. আলোক বর্ষ কীসের একক ?
ভরের একক
সময়ের একক
দূরত্বের একক
ওজনের একক

১০০. হিমানী সম্প্রপাত ঘটে কোন অঞ্চলে ?
পার্বত্য অঞ্চলে
মালভূমি অঞ্চলে
সমভূমি অঞ্চলে
তুষার অঞ্চলে


প্রশ্নোত্তরের পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : GK MCQ 02
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 09
Download Link : Click Here To Download


8 comments: