Breaking







Thursday, 29 October 2020

GK Album Part-12

GK Album Part-12 | জিকে অ্যালবাম

GK Album Part-12
GK Album Part-12

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-12; যেটির মধ্যে জিকে গুরুত্বপূর্ণ এগারোটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির দ্বারা তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে। 

❖ প্রথম আইন কমিশন কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৫৫ সালে।

❖ ভারতে ক্রেতা সুরক্ষা আইন প্রথম কবে কার্যকর হয় ?
উত্তরঃ ১৯৮৬ সালে। 

❖ সারকারিয়া কমিশন কবে গঠিত হয় ?
উত্তরঃ ১৯৮৩ সালে।

❖ সম্পত্তির অধিকার বর্তমানে কি ধরণের অধিকার ?
উত্তরঃ আইনগত অধিকার। 

❖ ডোলাইন কথার অর্থ কি ?
উত্তরঃ ভূভাগের অবনমন।

❖ ভারতের বৃহত্তম কয়ালের নাম কি ?
উত্তরঃ ভেম্বানাদ।

❖ চোল বংশের শেষ শাসকের নাম কি ?
উত্তরঃ তৃতীয় রাজেন্দ্র চোল।

❖ সাঁচী স্তূপ কোথায় অবস্থিত ?
উত্তরঃ ভোপাল। 

❖ আইহোল প্রশস্তি কে রচনা করেন ?
উত্তরঃ রবিকীর্তি।

❖ প্রোটোনোপিয়া কি ?
উত্তরঃ লাল রঙের বর্ণান্ধতা।

❖ লোহিত কণিকা কোথায় ধ্বংস হয় ?
উত্তরঃ যকৃৎ ও প্লীহা।

No comments:

Post a Comment