GK Album Part-09 | জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-09 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-09; যেটির মধ্যে জিকে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির দ্বারা তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কে ?
উত্তরঃ বিশ্বনাথন আনন্দ।
❖ প্রথম আলো কার লেখা ?
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়।
❖ আরশোলার হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে ?
উত্তরঃ তেরোটি।
❖ ভারতের নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি।
❖ শিলাদিত্য কার উপাধি ছিল ?
উত্তরঃ হর্ষবর্ধন।
❖ দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ সুভাষচন্দ্র বসু।
❖ বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তরঃ হাইগ্রোমিটার।
❖ কচ্ছ শব্দের অর্থ কি ?
উত্তরঃ জলময় অঞ্চল।
❖ শল্কমোচন প্রক্রিয়াটি সংঘটিত হয় কোন শিলায় ?
উত্তরঃ গ্রানাইট শিলা।
❖ রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তরঃ উপরাষ্ট্রপতি।
No comments:
Post a Comment