GK Album Part-06 | জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-06 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-06; যেটির মধ্যে জিকে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির দ্বারা তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-06; যেটির মধ্যে জিকে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির দ্বারা তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।
❖ কত সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেন ?
উত্তরঃ ১৯৪১ সালে।
❖ অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন কে ?
উত্তরঃ মহাত্মা গান্ধী।
❖ ৫৪তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কে ?
উত্তরঃ সাহিত্যিক অমিতাভ ঘোষ।
❖ বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে ?
উত্তরঃ লাহোর অধিবেশনে।
❖ বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে ?
উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।
❖ নির্বাচন কমিশনের ক্ষমতা বর্ণিত রয়েছে কত নম্বর ধারায় ?
উত্তরঃ ৩২৪ নং ধারায়।
❖ ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে।
❖ ফ্যাট জাতীয় খাদ্যের একটি উৎসের নাম লেখো।
উত্তরঃ বাদাম।
❖ বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে ছিলেন ?
উত্তরঃ লুইপা।
❖ কাকে সামাজিক বিবর্তনবাদের জনক বলা হয় ?
উত্তরঃ হার্বাট স্পেন্সরকে।
❖ গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত ?
উত্তরঃ যুক্তরাজ্যে।
No comments:
Post a Comment