Breaking







Wednesday, 7 October 2020

GK Album Part-05

GK Album Part-05 | জিকে অ্যালবাম

GK Album Part-05
GK Album Part-05

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-05; যেটির মধ্যে জিকে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির দ্বারা তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

 কোন দেশকে রুটির ঝুড়ি বলা হয় ?
উত্তরঃ ইউক্রেনকে।

 ধূমকেতুর লম্বা লেজটি কি দিয়ে তৈরি ?
উত্তরঃ ধুলো।

 কোন নদীর উপর দিয়ে আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছিল ?
উত্তরঃ নীলনদ।

 কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে ?
উত্তরঃ ক্লোরিন।

 কোথায় আলেকজান্ডারের মৃত্যু হয় ?
উত্তরঃ ব্যাবিলনে।

 ক্রিকেটে কবে থেকে হ্যাট্রিক প্রথা চালু হয় ?
উত্তরঃ ১৮৫৮ সালে।

 বেসবল কোন দেশের জাতিয় খেলা ?
উত্তরঃ আমেরিকার।

 জেমস বন্ড উপন্যাসের লেখক কে ?
উত্তরঃ ইয়ান ফ্লেমিং।

 ভাকরা বাঁধের উচ্চতা কত ?
উত্তরঃ ২২৬ মিটার।

 কোন ইউরোপিয়ান শহর সিটি অফ লাইট নামে পরিচিত ?
উত্তরঃ প্যারিস।

 প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি ?
উত্তরঃ মার্ক-ওয়ান।

No comments:

Post a Comment