Breaking







Monday, 5 October 2020

GK Album Part-04

GK Album Part-04 | জিকে অ্যালবাম

GK Album Part-04
GK Album Part-04

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-04; যেটির মধ্যে জিকে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির দ্বারা তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

 ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?
উত্তরঃ সমুদ্রগুপ্তকে।

 'আয়ুর্বেদ দীপিকা' গ্রন্থের লেখক কে ?
উত্তরঃ চক্রপানি দত্ত।

 আকবরের সভাকবি বীরবলের পূর্বনাম কি ছিল ?
উত্তরঃ মহেশ দাস।

 কচ্ছের রাণ অঞ্চলে কোন দুর্লভ প্রাণী পাওয়া যায় ?
উত্তরঃ বুনো গাধা।

 কোন ভারতীয় স্মৃতিসৌধের উপর দিয়ে উড়ান নিষিদ্ধ ?
উত্তরঃ তাজমহল।

 আলোকবর্ষ কীসের একক ?
উত্তরঃ মহাজাগতিক দূরত্ব পরিমাপের।

 সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ খিজির খান।

 ইরানের পূর্বনাম কি ছিল ?
উত্তরঃ পারস্য।

 লিভারপুল কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ মার্সি

 কোন প্রাণীর শ্বাসরঞ্জক রক্তরসে থাকে ?
উত্তরঃ চিংড়ির।

No comments:

Post a Comment