Breaking







Saturday, 3 October 2020

GK Album Part-03

GK Album Part-03 | জিকে অ্যালবাম

GK Album Part-03
GK Album Part-03

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সহযোগিতা করতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-03; যেটির মধ্যে জিকে টপিক থেকে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলির দ্বারা তোমরা পরীক্ষার প্রস্তুতিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে পারবে।

 বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ৮ই সেপ্টেম্বর।

 ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ ?
উত্তরঃ ফড়িং।

 মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে ?
উত্তরঃ দুইটি।

 সুভাষচন্দ্র হরিপুরা কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন ?
উত্তরঃ ১৯৩৮ সালে।

 জাপানের হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয় ?
উত্তরঃ ৬ই আগস্ট ১৯৪৫ সালে।

 বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি ?
উত্তরঃ স্বর্ণকুমারী দেবী।

 প্রথম কোন আমেরিকান রাষ্ট্রপতি ভারতে এসেছিলেন ?
উত্তরঃ ডি. আইসেন হাওয়ার।

 কনিকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ব্যাডমিন্টন।

 রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ গলফ।

 হুড্রু জলপ্রপাতটি অবস্থিত ?
উত্তরঃ রাঁচিতে।

No comments:

Post a Comment