Breaking



Sunday 29 October 2023

ভারতীয় জাতীয় আন্দোলন প্রশ্ন উত্তর PDF | Indian National Movement Questions and Answers in Bengali PDF

ভারতীয় জাতীয় আন্দোলন প্রশ্ন উত্তর PDF | Indian National Movement Questions and Answers in Bengali PDF | Indian Freedom Struggle in Bengali PDF

ভারতীয় জাতীয় আন্দোলন প্রশ্ন উত্তর PDF | Indian National Movement Questions and Answers in Bengali PDF
ভারতীয় জাতীয় আন্দোলন প্রশ্ন উত্তর PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতীয় জাতীয় আন্দোলন প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যার মধ্যে ভারতের জাতীয় আন্দোলন সম্পর্কিত একশোটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যা তোমাদের বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

➤ কিছু নমুনা প্রশ্নোত্তরঃ 

 কাকে ভারতের বিপ্লববাদের জনক বলা হয় ?
উত্তরঃ বাসুদেব বলবন্ত ফাদকে।

 ১৮৯৩ খ্রিস্টাব্দে গনপতি উৎসব কে চালু করেন ?
উত্তরঃ বাল গঙ্গাধর তিলক।

 ১৮৯৯ খ্রিস্টাব্দে কারা মিত্রমেলা প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ সাভারকার ভাতৃদ্বয়।

 লন্ডনে কার্জন উইলিকে কে হত্যা করেন ?
উত্তরঃ মদনলাল ধিংড়া।

 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস রাজদ্রোহের অপরাধে নিষিদ্ধ হয় ?
উত্তরঃ পথের দাবী।

 কবে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় ?
উত্তরঃ ১৯২৯ সালে।

 কাকে গদর পার্টি হত্যা করতে চেয়েছিল ?
উত্তরঃ হার্ডিঞ্জকে।

 কত সালে অরবিন্দ ঘোষকে আলিপুর ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করা হয় ?
উত্তরঃ ১৯০৮ সালে।

 কোন মামলায় উল্লাসকর দত্ত, অবিনাশ ভট্টাচার্য এবং বারীন্দ্র কুমার ঘোষকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় ?
উত্তরঃ আলীগড় বোমা মামলায়।

 কোন বিপ্লবীর ছদ্মনাম ছিল ‘ফাদার মার্টিন’ ?
উত্তরঃ নরেন্দ্রনাথ ভট্টাচার্য।

 কাকে বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু বলা হত ?
উত্তরঃ অরবিন্দ ঘোষকে।

 ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ?
উত্তরঃ প্রীতিলতা ওয়াদ্দেদার।

 কোন গ্রন্থকে আধুনিক বাঙালির দেশপ্রেমের বাইবেল বলে অভিহিত করা হয় ?
উত্তরঃ আনন্দমঠ।

 ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ পুলিন বিহারী দাস।

 মহারাষ্ট্রের কোন বিপ্লবী দ্বিতীয় শিবাজি নামে খ্যাত ?
উত্তরঃ বাসুদেব বলবন্ত ফাদ।

 কে লন্ডনে মাইকেল ও ডায়ারকে হত্যা করে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেন ?
উত্তরঃ উধম সিং।

 ১৯২০ সালে লেনিনের আমন্ত্রণে কোন ভারতীয় সংগ্রামী রাশিয়া যান ?
উত্তরঃ এম. এন. রায়।

 কাকে পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয় ?
উত্তরঃ রাসবিহারী বসু।

 ভারতের ত্রি-বর্ণরঞ্জিত পতাকা প্রথম কে উত্তোলন করেছিলেন ?
উত্তরঃ মাদাম ভিকাজি রুস্তমজি কামা।

 কবে আজাদ-হিন্দ-ফৌজ গঠিত হয় ?
উত্তরঃ ১লা সেপ্টেম্বর ১৯৪২ খ্রিস্টাব্দে।

 কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ বানভট্ট।

 কবে জালিয়ানাওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল ?
উত্তরঃ ১৩ই এপ্রিল ১৯১৯ সালে।

 লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ  ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে।

 ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লিগের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ রাসবিহারী বসু।

 সংবাদপত্রের মুক্তিদাতা নামে কে পরিচিত ?
উত্তরঃ মেটকাফ।

 নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন ?
উত্তরঃ ডিরোজিও।

 কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় ?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

 কবে পাকিস্থান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল ?
উত্তরঃ ১৯৪০ সালে।

 স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ জে. বি. ক্রিপালিনি।

 অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন ?
উত্তরঃ এন. এম. যোশি।

সম্পূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : Indian National Movement in Bengali PDF
Language : Bengali
Size : 04 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download


9 comments:

  1. Your study materials are very helpful. Can I get any study package from your site for PSC Clerkship mains other than your free study material?? Your kind cooperation is highly obliged.

    ReplyDelete
    Replies
    1. আমাদের যা কিছু দেওয়া হয় সবই ফ্রিতে, আলাদা করে কোন প্যাকেজ নেই। আর ক্লার্কশিপ মেন পরীক্ষার জন্য কিছু প্র্যাকটিস সেট, প্রতিবেদন রচনা, বঙ্গানুবাদ ইত্যাদি সবকিছুই আমাদের সাইটে দেওয়া আছে।

      Delete
    2. আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায়।

      Delete
  2. এই ভাবেই ম্যাটেরিয়ালস দিতে থাকুন।। জীবনে প্রতিসঠিত হলে আপনাদের অবদান অসীম থাকবে।।

    ReplyDelete
  3. Your study material not on the helpful but it also encourage us .Every content are Truthfull and clear vision to understand well and memorable.thank you Kolom and behind the hard worker those create this chanel ..your tag line always inspiring.."khono themo na"

    ReplyDelete
  4. অসংখ্য ধন্যবাদ,,,,,z material অনেকে দেবো বলে কিন্তু সবাই টাকার বিনিময়ে,,,, আপনাদের থেকেই ফ্রী তে পাই শুধু,,,, ভালো থাকবেন,,

    ReplyDelete