Breaking



Saturday 8 August 2020

100+ Bengali GK Questions and Answers PDF for WB Forest Bana Sahayak Exam

100+ Bengali GK Questions and Answers PDF for WB Forest Bana Sahayak Exam | বন সহায়ক নিয়োগ স্পেশাল জিকে

100+ Bengali GK Questions and Answers PDF for WB Forest Bana Sahayak Exam
100+ Bengali GK Questions and Answers PDF for WB Forest Bana Sahayak Exam

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ বনদপ্তরের বন সহায়ক (WB Forest Bana Sahayak) পদে নিয়োগের Oral Test তথা মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সহযোগিতা করতে আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, Bengali GK Questions and Answers PDF; যেটির মধ্যে তোমরা ১০৩টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর পাবে, যেগুলি তোমাদের WB Forest Bana Sahayak মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

➤ বন সহায়ক পদে নিয়োগের পদ্ধতিঃ সরাসরি ইন্টারভিউ মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে, কোনরূপ লিখিত পরীক্ষা হবেনা। আর যে সকল বিষয়গুলির ওপর ইন্টারভিউ নেওয়া হবে, সেগুলি হল -
❑ বাংলা পড়ার ক্ষমতাঃ ৩০ নম্বর।
❑ বাংলা লেখার ক্ষমতাঃ ৩০ নম্বর।
❑ ইংরেজি বা হিন্দি পড়ার ক্ষমতাঃ ১০ নম্বর।
❑ সাধারণ জ্ঞান মৌখিক পরীক্ষাঃ ২০ নম্বর।
❑ বনজ কাজের জন্য ব্যক্তিত্বের ফিটনেসঃ ১০ নম্বর।
❑ মোটঃ ১০০ নম্বর।

পশ্চিমবঙ্গ বনদপ্তরের বন সহায়ক পদে নিয়োগের মৌখিক পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়ের ওপর যে ২০ নম্বর থাকছে, তার প্রস্তুতিকে ভিত্তি করেই আমাদের এই পোস্ট। সুতরাং তোমরা সময় অপচয় না করে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করে নাও।

➤ কিছু নমুনা প্রশ্নঃ

❑ বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২১শে মার্চ।

❑ ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি চালু হয় কত সালে ?
উত্তরঃ ১৯৭২ সালে।

❑ ভারতবর্ষে অরণ্য সংরক্ষণ আইন পরিবর্তন করা হয় কত সালে ?
উত্তরঃ ১৯৮০ সালে।

❑ আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক গার্ডেন কোথায় অবস্থিত ?
উত্তরঃ কলকাতায়।

❑ জীববৈচিত্র্য মূলত কত প্রকার ?
উত্তরঃ তিন প্রকার।

❑ রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত ‘আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ’ হল –
উত্তরঃ ২০১০।

❑ ভারতবর্ষে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৫০টি।

❑ ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় কত সালে ?
উত্তরঃ ২০০২ সালে।

❑ Indian Tiger project চালু হয় কত সালে ?
উত্তরঃ ১৯৭৩ সালে।

❑ WWF এর পুরো কথা কি ?
উত্তরঃ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার।

❑ ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট কোথায় অবস্থিত ?
উত্তরঃ দেরাদুনে।

❑ ভারতবর্ষে কুমির প্রকল্প শুরু হয় কত সালে ?
উত্তরঃ ১৯৭৫ সালে।

❑ আন্দামান কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত ?
উত্তরঃ সুন্দাল্যান্ড।

❑ ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান কোনটি ?
উত্তরঃ জিম করবেট।

❑ নকরেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মেঘালয়।

❑ বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।

❑ কালো হরিং কোন অভয়ারণ্যে পাওয়া যায় ?
উত্তরঃ দাচিগ্রাম।

❑ ভারতবর্ষের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি ?
উত্তরঃ হেমিস জাতীয় উদ্যান।

❑ Valley of Flowers কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তরাখণ্ডে।

❑ বন্যপ্রাণী লুপ্ত হওয়ার একটি প্রধান কারণ লেখো।
উত্তরঃ বাসস্থান বিলুপ্ত হওয়া।


File Details:
PDF Name : 100+ GK Questions and Answers PDF for WB Forest Bana Sahayak
Language : Bengali
Size : 0.8 mb 
No. of Pages : 5
Download Link : Click Here To Download

26 comments:

  1. Sir Bana sahayak ei pdf khubi upokrito holam..apnadike asangkha dhanyabad.jadi ei samparke aro kichhu theke thake please sir diben.

    ReplyDelete
    Replies
    1. Most Welcome Dear..r amra aro notes deoya chesta korbo...

      Delete
    2. bana sahayak ki permanent job..aktu janaben please

      Delete
    3. ae bana sahayak job ta ki govtment er...ae ata ki permanent job...please janaben aktu

      Delete
  2. Sir jadi Kolkata Mazdoor post er janya kichhu pdf den to upokrito hotam.

    ReplyDelete
    Replies
    1. আচ্ছা আমরা চেষ্টা করছি ...

      Delete
  3. ধন্যবাদ। দাদা আপনারা আমাদের এই ভাবেই বিভিন্ন চাকরির পরীক্ষার প্রাকটিস্ সেট দিয়ে আমাদের সাহায্য করুন। আপনাদের মঙ্গল কামনা করি।

    ReplyDelete
    Replies
    1. এত সুন্দর কমেন্টের জন্য আপনাকে কলমের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।

      Delete
  4. Sir please Bengali written ER kichu din

    ReplyDelete
    Replies
    1. ঠিকাছে, আমরা চেষ্টা করবো।

      Delete
  5. অসংখ্য ধন্যবাদ স্যার ,আপনারা এভাবে আমাদের সাহায্য করুন খুব উপকৃত হব। আপনাদের মঙ্গল কামনা করি

    ReplyDelete
    Replies
    1. Welcome Dear..আর আমরা এইভাবেই আপনাদের সহযোগিতা করে যাবো।

      Delete
  6. Download Employment News Pdf for Latest Government Job Notification

    ReplyDelete
  7. Please sir ektu Jodi upsc 2001-2019 prelims solved paper den khub upokrito hobo please sir ektu chesta kore dekhben ei vabei Amder pase theke sahajyo Korun apnader Mongol kamona Kori dhanyabad sir 🙏

    ReplyDelete
  8. ae bana sahayak job ta ki govtment er...ae ata ki permanent job...please janaben aktu

    ReplyDelete
  9. please aktu janaben ae kaj ta permanent kina

    ReplyDelete
    Replies
    1. না পার্মানেন্ট নয়, চুক্তিভিত্তিক।

      Delete
  10. ধন্যবাদ স‍্যার, আমরা অনেক ভাগ‍্যমান যে আপনাদের মতো সাইটে আমরা যুক্ত হতে পেরেছি।ঈশ্বর আপনার মঙ্গল করুক।

    ReplyDelete
  11. Best group for competitive exam
    Pdf is best

    ReplyDelete
  12. Onek dhonyobad dada... notes gulo peye. onek kosto kore porashona korchi apnader deua notes gulo peye khub e upokrito holam.

    ReplyDelete
  13. Interview te personality ki rkm thaka jaruri.... dresscode ki hbe...plz ektu janaben

    ReplyDelete