WB Police Excise Constable Main Practice Set in Bengali PDF | WB Abgari Main Practice Set PDF
![]() |
WB Police Excise Constable Main Practice Set in Bengali PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে WB Police Excise Constable Main Practice Set in Bengali PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে আবগারি কনস্টেবল মেন পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসভিত্তিক নব্বইটি প্রশ্ন দেওয়া আছে। যেটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিতে মজবুত করে তুলতে পারবে।
সুতরাং সময় অপচয় না করে প্র্যাকটিস সেটটির কিছু নমুনা দেখে নাও এবং নীচ থেকে সম্পূর্ণ প্র্যাকটিস সেটটি ডাউনলোড করে নাও।
WBP Excise Constable Main Practice Set
❑ কে ‘দ্য স্প্রিইং টাইগার’ নামে পরিচিত ?
সুভাষচন্দ্র বসু
লালা লাজপত রায়
মুজিবর রহমান
নেপোলিয়ান বোনাপার্ট
❑ ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য ?
গোয়া
গুজরাট
মহারাষ্ট্র
পাঞ্জাব
❑ ‘হাজার হ্রদের দেশ’ কাকে বলা হয় ?
থাইল্যান্ড
ফিনল্যান্ড
হল্যান্ড
নিউজিল্যান্ড
❑ গ্যারেল বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?
ঝাড়খণ্ড
বিহার
হিমাচল প্রদেশ
ছত্তিশগড়
❑ কোন ধাতু উলফ্রাম নামেও পরিচিত ?
টাংস্টেন
সিসা
তামা
এগুলির কোনটিই নয়
❑ কোন বিজ্ঞানীকে ‘মেনলো পার্কের জাদুকর’ বলা হয় ?
মাদাম কুরী
টমাস আলভা এডিসন
গ্রাহাম বেল
লুই পাস্তুর
❑ গুপ্ত বংশীয় স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত ছিল ?
দিনার
মোহরা
বরাহ
সাতমণ
❑ কোন ভাইসরয়কে ‘উজ্জ্বল বিফলতা’ বলা হয় ?
লর্ড কার্জন
লর্ড ক্যানিং
লর্ড রিপন
লর্ড লিটন
❑ কত সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল ?
১৯০৫ সাল
১৯০৮ সাল
১৯১০ সাল
১৯১১ সাল
❑ ফল পাকানোর জন্য নীচের কোনটি ব্যবহার করা হয় ?
মিথেন
ইথেন
ইথিলিন
কোনটিই নয়
❑ ‘বিশ্ব খাদ্য দিবস’ কবে পালিত হয় ?
১০ই অক্টোবর
১৬ই অক্টোবর
৩১শে অক্টোবর
১০ই নভেম্বর
❑ ‘কিরীটী’ চরিত্রটির স্রষ্টা কে ?
বিমল কর
নীহাররঞ্জন গুপ্ত
সমরেশ বসু
সুনীল গঙ্গোপাধ্যায়
❑ শুভঙ্কর শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত ?
গল্ফ
কবাডি
তিরন্দাজি
টেনিস
❑ লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি ?
কন্নড়
তামিল
তেলেগু
মালায়ালম
❑ রাইনোভাইরাস মানবদেহের কোন রোগের জন্য দায়ী ?
স্মল পক্স
সাধারণ সর্দি
টাইফয়েড
ইনফ্লুয়েঞ্জা
❑ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ?
সংবাদ প্রভাকর
সমাচার দর্পণ
তত্ববোধিনী পত্রিকা
সংবাদ কৌমুদী
❑ কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ?
১৯০৪ সালে
১৯০৫ সালে
১৯০৬ সালে
১৯০৭ সালে
❑ কোন শহরকে নিষিদ্ধ নগরী বলা হয় ?
ব্যাংকক
লাসা
তাঞ্জোর
কোনটিই নয়
❑ এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উইলিয়াম জোন্স
লর্ড রিপন
ডেভিড হেয়ার
এদের কেউই নন
❑ কে ‘সীমান্ত গান্ধী’ নামে পরিচিত ?
খান আব্দুল গফফর খান
আবুল কালাম আজাদ
মহম্মদ ইকবাল
মহম্মদ আলী জিন্না
● Choose the correct preposition to fill in the blanks -
❑ The strike has been called _____.
Of
At
Off
Up
❑ His attainments are _______ yours.
Under
Beneath
Beyond
Below
❑ The responsibility is ______ my shoulders now.
At
On
Over
Off
❑ He is a slur ______ his family.
On
For
Into
At
❑ He went _____ his depth.
Through
Beyond
Into
In
❑ একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, যদি ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা যায়, তবে দুধ ও জলের অনুপাত সমান হয়; দুধ ও জলের পরিমাণ কত ?
8 লিটার, 6 লিটার
8 লিটার, 12 লিটার
12 লিটার, 6 লিটার
12 লিটার, 8 লিটার
❑ একজন বিক্রেতা একটি সাইকেল 2850 টাকায় বিক্রি করে 14% লাভ করতে চায়। যদি সে লাভের অঙ্ক কমিয়ে 8% করে, তবে সাইকেলটি তিনি কত টাকায় বিক্রি করবেন ?
2600 টাকায়
2700 টাকায়
2800 টাকায়
3000টাকায়
❑ 10 বছর আগে P এর বয়স Q এর অর্ধেক। বর্তমানে যদি তাদের বয়সের অনুপাত 3:4 হয়, তবে তাদের দুজনের মোট বয়স কত ?
30 বছর
35 বছর
40 বছর
45 বছর
❑ একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার। তার কর্ণ কত সেমি ?
6 সেমি
7 সেমি
8 সেমি
9 সেমি
❑ 15 টাকায় 5 টি কলম বিক্রি করায় 20% লাভ হয়। 18.40 টাকায় 8 টি অনুরূপ কলম বিক্রি করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে ?
5% লাভ
8% লাভ
5% ক্ষতি
8% ক্ষতি
❑ একটি নির্দিষ্ট কোডে RELIFE কে QFKKDI লেখা হয়। WELCOME কে কীভাবে লেখা হবে ?
VDKCNLM
VFKENPF
VFKFNMF
VFKENPD
❑ 456 : 15 : : 789 : ?
22
24
26
28
❑ KMQS : MPVZ :: ? : ?
BCEG : CFIM
ECKM : GJPT
GILN : IKOR
QSXZ : SAWU
❑ 540 : 360 : 180 :: ? : ? : ?
390 : 130 : 260
400 : 260 : 140
420 : 150 : 270
460 : 160 : 300
❑ FIL : C :: ? : ?
CKB : W
DGB : J
PTV : N
XHA : P
সম্পূর্ণ প্র্যাকটিস সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : WBP Excise Constable Main Practice Set 1
Language : Bengali
Size : 6 mb
No. of Pages : 10
Download Link : Click Here To Download
Language : Bengali
Size : 6 mb
No. of Pages : 10
Download Link : Click Here To Download
Set ti khubi vlo hoyeche..amader moto gorib student der eivabe help korar jnnyo apnader group jevabe sohayita korche trjnno amra chirodini rini hye thakbo....asonkhyo dhannyabad sir/Mam.
ReplyDeletewelcome sir... আপনাদের এই রকম কয়েকটা কমেন্টই যথেষ্ট আমাদের উৎসাহিত করার জন্য।
DeleteTotally agree with you
DeleteSamsuddinbh angi p b simlapal D Bankur p 722151
ReplyDeleteAfgari police main er practice set por por teligram e dile khub vlao hoi part 3 kobe paowa jabe ?????
ReplyDeletePart-3 khub shigroi deoya hobe....
DeleteApnader somostho question gulo besh valo r current affairs gulo time e peye ami upokrito
ReplyDeleteThank You Dear...
DeleteSir plz send exsice si pv year qution paper link
ReplyDeletekhub e helpful hyechhe amr apnader ai practic set book ta peye... r book ta sottie khub khub vlo hyechhe...onek dhonnobad apnader
ReplyDeleteSir maths will come from advance section won't it??
ReplyDeleteAmi apnar sathe 2 year dhore Jodito thakar por o eto din dhore excise er practise set kothao pa66olm na apnar set ti vison vison valo hoye6e
ReplyDeleteSet ti khub upokrito.. Question level ki amni hobe?Na er theke kothin hobe?
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ আপনাকে/আপনাদের, এভাবে ছেলেদের উপকার করার জন্য
ReplyDeleteএই গ্রুপ প্রতিনিয়ত যে সাহায্য করে তাও সম্পূর্ণ বিনামূল্যে তা এককথায় অসাধারণ। পেইড কোচিং গুলোও নিজেদের কাজে এতটা দায়িত্বশীল নয়। কুর্নিশ জানাই আপনাদের dedication কে।
ReplyDelete