Abgari Constable Main Practice Set PDF in Bengali Part-2
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি Abgari Constable Main Bengali Practice Set 02 PDF, যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক জেনারেল নলেজ, ইংরেজি, অঙ্ক ও রিজনিং বিষয়ের ওপর নব্বইটি প্রশ্ন দেওয়া আছে।
সুতরাং সময় নষ্ট না করে প্র্যাকটিস সেটের কিছু নমুনা দেখে নিয়ে সম্পূর্ণ প্র্যাকটিস সেটটি ডাউনলোড করে নাও এবং প্রস্তুতি শুরু করে দাও।
Abgari Constable Main Practice Set 02
❑ ‘হাওয়া মহল’ কোথায় অবস্থিত ?
রাঁচি
চেন্নাই
পাটনা
জয়পুর
❑ ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রটির সঙ্গে যুক্ত ?
সানাই
সেতার
তবলা
বাঁশি
❑ ভারতের কোন রাজ্য ‘বাঘ রাজ্য’ হিসেবে পরিচিত ?
উত্তরপ্রদেশ
মধ্যপ্রদেশ
পশ্চিমবঙ্গ
গুজরাট
❑ গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয় ?
১৯১৩ খ্রি.
১৯১৭ খ্রি.
১৯২১ খ্রি.
১৯২৫ খ্রি.
❑ ভাগীরথী প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে ?
পশ্চিমবঙ্গ
বিহার
ওড়িশা
তেলেঙ্গানা
❑ নীল বিপ্লব কথাটি কীসের সঙ্গে সম্পর্কিত ?
মৎস্য উৎপাদন
দুগ্ধ উৎপাদন
তৈলবীজ উৎপাদন
কোনটিই নয়
❑ ভারতে ‘জাতীয় ভোটার দিবস’ কবে পালিত হয় ?
২৪শে জানুয়ারি
২৫শে জানুয়ারি
২৬শে জানুয়ারি
২৭শে জানুয়ারি
❑ ‘বেদান্ত সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন ?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মূলকরাজ আনন্দ
স্বামী প্রজ্ঞানন্দ
স্বামী বিবেকানন্দ
❑ ‘হপম্যান কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত ?
লন টেনিস
ফুটবল
হকি
ব্যাডমিন্টন
❑ ‘ডুরান্ড কাপ’ কোন খেলার সাথে যুক্ত ?
ক্রিকেট
ফুটবল
হকি
টেনিস
❑ ভারতে মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত ?
পাটনা
পুনে
এলাহাবাদ
চণ্ডীগড়
❑ বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন ?
মারকোনি
আইনস্টাইন
মাইকেল ফ্যারেড
আলভা এডিসন
❑ ফড়িং –এর প্রধান শ্বাসঅঙ্গ কোনটি ?
সিটা
ফুলকা
ট্রাকিয়া
শ্বাসনালী
❑ দিয়ারা কোন জেলার ভূমিকে বলা হয় ?
মালদা
নদীয়া
বর্ধমান
মুর্শিদাবাদ
❑ ‘সীমান্ত গান্ধী’ নামে কে পরিচিত ছিলেন ?
মুর্শিদকুলি খান
খান আব্দুল গফফর খান
মহাত্মা গান্ধী
এঁদের কেউই নন
❑ সীমান্ত গান্ধীর অনুচরদের কি বলা হত ?
কালো কোর্তা
নীল কোর্তা
লাল কোর্তা
সাদা কোর্তা
❑ নেওড়া ভ্যালি কোথায় অবস্থিত ?
বাঁকুড়া
কালিম্পং
নদীয়া
দার্জিলিং
❑ ‘সবে মুনিষে পজা মমা’ - উক্তিটি কার ?
বুদ্ধ
মহাবীর
অশোক
বিম্বিসার
❑ একনাথ সোলকার কোন খেলার সঙ্গে যুক্ত ?
ক্রিকেট
ফুটবল
টেনিস
হকি
❑ পেরিয়ার নামে কে পরিচিত ছিলেন ?
টি. এস. নাইয়ার
জ্যোতিবাফুলে
ই. ভি. রামাস্বামী নাইকার
মৌলানা মুরাদ
∎ Select the most appropriate preposition :
❑ The book is dedicated _____ his mother.
Of
To
For
With
❑ His action is contrary _____ his words.
Of
To
With
Upon
❑ There is none to look ____ here.
Into
For
After
Over
❑ The ship is bound _____ Singapore.
To
On
For
Into
❑ Do not hanker wealth.
After
With
By
To
∎ Choose the word which is most synonymous in meaning to the given word :
❑ Acrimony –
Stubborn
Moderate
Valid
Harshness
❑ Rescind –
Abrogate
Ridiculous
Servile
Laud
❑ Decipher –
Decode
Projection
Bequest
Pretext
❑ Abundant –
Few
Little
Much
Very much
❑ Juvenile –
Old
Child
Baby
Adult
∎ Choose the word which best expresses the meaning of the idiom/phrase :
❑ Bring to book –
Close
Disclose
Punish
Carry the book
❑ By and large –
Big
Free
At large
Mostly
❑ To smell a rat –
To be in a bad mood
To suspect foul dealing
To get bad smell of a dead rat
To see sings of plague
❑ He ____ by offering thanks to all.
Winds on
Winds in
Winds up
Winds to
❑ He has ____ a claim for compensation.
Put down
Put in
Put on
Put off
∎ Choose the most appropriate antonym of the question word :
❑ Prior –
Antecedent
Anterior
Subsequent
First
❑ Compassion –
Pity
Mercy
Tenderness
Harshness
❑ Fuss –
Hurry
Restful
Fidget
Quick
❑ Choose the word that has been misspelt :
Joyouss
Ephemeral
Impossible
Genuine
❑ Choose the word that has been Correctly pelt :
Diurnel
Blesing
Obligasion
Complaisant
❑ দুটি সংখ্যার যোগফল 135; একটির 20% সমান অপরটির 25%। সংখ্যাদ্বয়ের বিয়োগফল কত ?
10
12
14
15
❑ 1.2 এবং 1.8 এর তৃতীয় সমানুপাতি কত ?
2.8
2.7
3.2
3.7
❑ দুটি সংখ্যার যোগফলের 40%, সংখ্যা দুটির বিয়োগফলের 50% এর সমান হলে; বড় অ ছোট সংখ্যাটির অনুপাত কত ?
4 : 5
5 : 4
9 : 1
3 : 1
❑ এক কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা। তবে ওই চায়ের নতুন মূল্য কত ?
48 টাকা
60 টাকা
72 টাকা
36 টাকা
❑ কোন শহরের বর্তমান জনসংখ্যা 4410, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পেলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল ?
3410
3300
4000
4140
❑ একটি শহরের মোট জনসংখ্যার 60% ভাত, 50% রুটি এবং 20 % ভাত ও রুটি উভয় খাদ্য খায়। ওই শহরের কত শতাংশ মানুষ ভাত বা রুটি কোনটিই খায় না ?
12
10
8
6
❑ কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার দ্রবণে দুধের পরিমাণ 45% থেকে কমে 25% হবে ?
3 লিটার
2 লিটার
4 লিটার
4.5 লিটার
❑ এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটি ওজনেও 25% কম দেয়। তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত ?
50%
55%
60%
65%
❑ এক টাকায় 12টি লজেন্স বিক্রয় করায় 20% ক্ষতি হয়। একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে ?
5
8
10
15
❑ একটি কাজ A একা 20 দিনে এবং B একা 30 দিনে করতে পারে। তবে A ও B একত্রে কাজটি কত দিনে করবে ?
12 দিন
10 দিন
15 দিন
16 দিন
❑ 3601, 3602, 1803, 604, 154, 36, 12 – সংখ্যা শ্রেণিটিতে ভুল সংখ্যাটি নির্ণয় করো।
3602
604
12
154
❑ 4B7, 16G11, 36L13, 64Q17, ?
100V19
81V17
81V19
100V21
❑ QTU : ILM :: BEF : ?
PSZ
UXB
TWX
WTS
❑ ELFA, GLHA, ILJA, A = ?, MLNA
KLLA
KLMA
OLPA
LLMA
সম্পূর্ণ প্র্যাকটিস সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : WBP Excise Constable Main Practice Set 2
Language : Bengali
Size : 6 mb
No. of Pages : 10
Download Link : Click Here To Download
Language : Bengali
Size : 6 mb
No. of Pages : 10
Download Link : Click Here To Download
Sir abgari police main ar jno 90 no ar practice set suru korun
ReplyDelete