Breaking



Tuesday 31 October 2023

কলকাতা জিকে | Kolkata GK in Bengali PDF

কলকাতা জিকে প্রশ্ন উত্তর PDF | Kolkata GK in Bengali PDF

কলকাতা জিকে | Kolkata GK in Bengali
কলকাতা জিকে | Kolkata GK in Bengali
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে কলকাতা জিকে PDF টি শেয়ার করলাম। যার মধ্যে কলকাতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর দেওয়া আছে। যা থেকে আপনারা কলকাতা সম্পর্কে সাধারণ ধারণা লাভ করতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

সুতরাং দেরী না করে কলকাতা সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর গুলি দেখে নিন এবং প্রয়োজনে নীচ থেকে এটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

কলকাতা জিকে

০১. কলকাতার আয়তন কত ?
উত্তরঃ ১৮৫ বর্গ কিলোমিটার।

০২. কলকাতার জনসংখ্যা কত ?
উত্তরঃ ৪৪, ৮৬, ৬৭৯ জন (২০১১)।

০৩. কলকাতার সীমানা লেখো।
উত্তরঃ উত্তরে উত্তর ২৪ পরগণা, পূর্ব ও দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগণা এবং পশ্চিমে হুগলী নদী।

০৪. কলকাতার জন্ম হয় কত সালে ?
উত্তরঃ ১৬৯০ সালের ২৪শে আগস্ট জব চার্নক কর্তৃক কলকাতা নগরীর প্রতিষ্ঠা হয়। 

০৫. কলকাতা জেলা কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৪৭ সালে।

০৬. কলকাতায় স্বাক্ষরতার হার কত ?
উত্তরঃ ৮৭.১৪ শতাংশ।

০৭. কত সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল ?
উত্তরঃ ১৯১১ সাল পর্যন্ত।

০৮. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮০০ সালে।

০৯. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ২৪শে জানুয়ারি ১৮৫৭ সালে।

১০. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ?
উত্তরঃ কলকাতা।

১১. কলকাতা জেলার সদর শহর কোনটি ?
উত্তরঃ কলকাতা।

১২. কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৬২ সালে।

১৩. কলকাতার পূর্ব নাম কি ছিল ?
উত্তরঃ ক্যালকাটা।

১৪. কলকাতা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ হুগলী।

১৫. পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ কলকাতা।

১৬. পশ্চিমবঙ্গের প্রধান নদী বন্দর কোনটি ?
উত্তরঃ কলকাতা।

১৭. কলকাতার হিন্দু কলেজের বর্তমান নাম কি ?
উত্তরঃ প্রেসিডেন্সী কলেজ।

১৮. কলকাতাকে কে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিলেন ?
উত্তরঃ রবার্ট ক্লাইভ।

১৯. আনন্দের শহর (সিটি অফ জয়) কাকে বলা হয় ?
উত্তরঃ কলকাতাকে।

২০. কলকাতায় বেতার কেন্দ্র কবে চালু হয়?
উত্তরঃ ১৯২৭ সালে।

২১. কলকাতায় কবে ইলেকট্রিক ট্রাম চালু হয়?
উত্তরঃ ১৯০২ সালে।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Kolkata GK
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


1 comment: