Breaking



Tuesday 26 May 2020

General Science Questions and Answers in Bengali PDF for All Competitive Exams

General Science Questions and Answers in Bengali PDF for All Competitive Exams | Part-9

General Science Questions and Answers in Bengali PDF for All Competitive Exams
General Science Questions and Answers in Bengali PDF for All Competitive Exams

কলম-
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, General Science Questions and Answers in Bengali PDF; যেটির মধ্যে তোমরা গুরুত্বপূর্ণ একশোটি সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর বা বিজ্ঞানের জিকে প্রশ্ন ও উত্তর পাবে। 

         বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা তথা চাকরির পরীক্ষা(Railway Group D | NTPC | ICDS | Police | WBCS | Bank) সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। তাই আমরা আশা করবো আজকের এই প্রশ্নোত্তরের পিডিএফটি তোমরা খুব কাজে দেবে। 


কিছু নমুনা -

❏ স্তন্যপায়ী প্রাণীর করোটির সংখ্যা কত ?
উত্তরঃ বারো জোড়া।

❏ কোন রোগটি প্রোটিনের অভাবে হয় ?
উত্তরঃ কোয়াশিয়রকর। 

 স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কত ?
উত্তরঃ সাতটি।

❏ সৌরশক্তির উৎস কি ?
উত্তরঃ পারমাণবিক সংযোজন।

❏ কোন রাশির একক ডাইন-সেকেন্ড ?
উত্তরঃ বল। 

❏ অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি ?
উত্তরঃ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।

❏ কোন বলটি সংরক্ষী বল নয় ?
উত্তরঃ ঘর্ষণজনিত বল।

❏ 'হিগস বোসন' কি ?
উত্তরঃ একটি মৌল কণা। 

 কোন রাসায়নিক মৌল মিনেমাটা রোগের জন্য দায়ী ?
উত্তরঃ পারদ।

 বিদ্যুৎ পরিবাহকের রোধের একক কি ?
উত্তরঃ ওহম।

 শরীর বিদ্যার জনক কাকে বলা হয় ?
উত্তরঃ উইলিয়াম হার্ভে‌কে। 

 ক্ষুদ্রতম রক্তবাহী নালিকাকে কি বলা হয় ?
উত্তরঃ রক্তজালক।

 মাছের পাখনা পচন রোগ কীসের কারণে ঘটে ?
উত্তরঃ ব্যাকটেরিয়া। 

❏ মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে ?
উত্তরঃ প্রোটামিন।

❏ কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় ?
উত্তরঃ ইলেকট্রন পরিবহণ।

❏ পদার্থের চতুর্থ অবস্থা কোনটি ? 
উত্তরঃ প্লাজমা।

❏ ভিজে মাটির দিকে উদ্ভিদ মূলের বেঁকে যাওয়াকে কি বলে ?
উত্তরঃ হাইড্রোট্রপিক। 

 পচা ডিমের মতো গন্ধ কোন গ্যাসের ?
উত্তরঃ হাইড্রোজেন সালফাইড।

 লুনার কস্টিক কি ?
উত্তরঃ সিলভার নাইট্রেট।  


File Details:
PDF Name : Bengali General Science Part-9
Language : Bengali
Size : 3 mb 
No. of Pages : 5
Download Link : Click Here To Download

3 comments:

  1. পিডিএফ এবং প্রশ্নের একটা লেভেল আছে দাদা । অসাধারণ

    ReplyDelete