Breaking



Friday 15 May 2020

Environmental Studies Questions and Answers in Bengali PDF for Primary TET | CTET and All Competitive Exam

Environmental Studies Questions and Answers in Bengali PDF for Primary TET | CTET and All Competitive Exam

Environmental Studies Questions and Answers in Bengali PDF for Primary TET | CTET and All Competitive Exam
Environmental Studies Questions and Answers in Bengali PDF for Primary TET | CTET and All Competitive Exam

কলম- 
নমস্কার বন্ধুরা, 
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Important Environmental Studies Questions and Answers in Bengali PDF, যেটির মধ্যে তোমরা গুরুত্বপূর্ণ একশোটি পরিবেশ বিদ্যা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর পাবে। 

           যেগুলি তোমরা স্টাডির মাধ্যমে আগত Primary TET | CTET ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। 



কিছু নমুনা প্রশ্নোত্তর - 

১. কোথায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় ? 
উত্তরঃ সুইডেনের স্টকহোম শহরে।

২. ‘নীরব বসন্ত’ বইটির রচয়িতা কে ?
উত্তরঃ র‍্যাচেল কারসন।

৩. মানব-বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে ?
উত্তরঃ কেরালা।

৪. রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কে পরিচালনা করে ?
উত্তরঃ রাজ্য সরকার।

৫. সৌর তাপশক্তির দুটি ব্যবহারের উল্লেখ করো।
উত্তরঃ সোলার কুকার ও সোলার হিটার।

৬. জীবাশ্ম জ্বালানির দুটি উদাহরণ দাও।
উত্তরঃ কয়লা ও খনিজ টেল।

৭. গাড়িতে শব্দদূষণ রোধে কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
উত্তরঃ সাইলেন্সার।

৮. ‘সাইলেন্ট ভ্যালি’ প্রকল্পের বিরুদ্ধে কোন সংগঠন আন্দোলন করে ?
উত্তরঃ কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ।

৯. একটি এককোশী সামুদ্রিক শৈবালের নাম বলো।
উত্তরঃ ডায়াটম।

১০. শব্দের তীব্রতা মাপার এককের নাম লেখো।
উত্তরঃ ডেসিবেল।

১১. ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল ?
উত্তরঃ ১৯৮৪ সালের ৩রা ডিসেম্বর।

১২. বন্যা-নিয়ন্ত্রণের প্রধান কয়েকটি উপায় লেখো।
উত্তরঃ বনসৃজন ও বাঁধ নির্মাণ।

১৩. পরিবেশের জৈব উপাদান কি কি ?
উত্তরঃ উদ্ভিদ, প্রাণী ও জীবাণু ইত্যাদি নিয়ে পরিবেশের জৈব উপাদান গঠিত হয়েছে।

১৪. চিরাচরিত শক্তির উৎস কি ?
উত্তরঃ কয়লা, খনিজ তেল, গ্যাস ইত্যাদি।

১৫. তেহরী বাঁধ প্রকল্পের কাজ কত সালে শুরু হয় ?
উত্তরঃ ১৯৭৮ সালে।

১৬. ‘ফ্লাই অ্যাস’ বা উড়ন্ত ছাই’ –এর উৎস কি ?
উত্তরঃ তাপবিদ্যুৎ কেন্দ্র।

১৭. একটি জৈব গ্যাসের নাম বলো।
উত্তরঃ গোবর গ্যাস।

১৮. বায়ুতে কার্বন কিভাবে পাওয়া যায় ?
উত্তরঃ কার্বন ডাই-অক্সাইড রূপে। 

১৯. প্রধানত কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী ?
উত্তরঃ সালফার ডাই-অক্সাইড।

২০. গ্রিন বেঞ্চ কবে গঠিত হয় ?
উত্তরঃ সুপ্রিমকোর্টের নির্দেশে ১৯৮৬ খ্রিস্টাব্দে গ্রিন বেঞ্চ গঠিত হয়। 

সুতরাং সময় অপচয় না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে একশো প্রশ্নোত্তরের PDF File -টি ডাউনলোড করে নাও। 


File Details:
PDF Name : 100 Environmental Studies Questions and Answers
Language : Bengali
Size : 4 mb 
No. of Pages : 5
Download Link : Click Here To Download

3 comments: