Breaking



Sunday 5 April 2020

WB Primary TET Online Mock Test in Bengali Part-7 - প্রাইমারি টেট অনলাইন মকটেস্ট

WB Primary TET Online Mock Test in Bengali Part-7 - প্রাইমারি টেট অনলাইন মকটেস্ট 

WB Primary TET Online Mock Test in Bengali Part-7 - প্রাইমারি টেট অনলাইন মকটেস্ট
WB Primary TET Online Mock Test in Bengali Part-7 

কলম-
নমস্কার বন্ধুরা, 
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, WB Primary TET Online Mock Test in Bengali Part-7; যেটির দ্বারা তোমরা নিজেরাই নিজেদের যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। 


WB Primary TET Online Mock Test : 7


  1. প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে ?

  2. প্যাভলভ
    স্পিয়ারম্যান
    কোহলার
    ওয়াটসন

  3. শিক্ষণতত্ত্ব প্রথম কে প্রদান করেন ?

  4. ফ্রয়েবেল
    হাবার্ট স্পেনসার
    ডিউই
    প্লেটো

  5. প্রোটিনের গঠনমূলক একক হল -

  6. ফ্যাটি অ্যাসিড
    গ্লিসারল
    অ্যামাইনো অ্যাসিড
    নিউক্লিক অ্যাসিড

  7. নগ্ন জিন বলা হয় -

  8. প্রোটিনকে
    নিউক্লিক অ্যাসিডকে
    শর্করাকে
    স্নেহ পদার্থকে

  9. 'চাটু' শব্দের সমার্থক শব্দ -

  10. আসবাবপত্র
    লোহার পাত্র
    খোশামোদ
    শুষ্কপাত্র

  11. 'কানাই' শব্দের মূল উৎস কি ?

  12. কর্ণ
    কান্ব‌কুব্জ
    কৃষ্ণ
    করণ

  13. He introduced me _____ the president.

  14. with
    against
    to
    for

  15. Choose the misspelt word.

  16. energetic
    potent
    orthodokhs
    novel

  17. একটি দুর্গে 420 জন সৈন্যের 70 দিনের খাদ্য মজুত আছে। 10 দিন পরে আরও 210 জন সৈন্য তাদের সঙ্গে যোগ দিল। অবশিষ্ট খাদ্যে সৈন্যদের আর কতদিন চলবে ?

  18. 40 দিন
    35 দিন
    75 দিন
    কোনটিই নয়

  19. 6 জন শ্রমিক 4 দিনে একটি কাজ করে। 3 দিনে কাজটি করতে হলে কত জন শ্রমিকের দরকার হবে ?

  20. 9 জন
    7 জন
    8 জন
    6 জন


সঠিক উত্তরসমূহ 1. প্যাভলভ, 2. হাবার্ট স্পেনসার, 3. অ্যামাইনো অ্যাসিড, 4. নিউক্লিক অ্যাসিডকে, 5. খোশামোদ, 6. কৃষ্ণ, 7. to, 8. orthodokhs, 9. 40 দিন, 10. 8 জন

No comments:

Post a Comment