ভাইরাসঘটিত বিভিন্ন রোগের তালিকা - List of Diseases Caused by Viruses in Human Beings
কলম-
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, List of Diseases Caused by Viruses in Human Beings অর্থাৎ ভাইরাসের ফলে সৃষ্ট বিভিন্ন রোগ ও তাদের ভাইরাসের নামের একটি তালিকা। তোমরা এই তালিকাটির মধ্যে ১১টি ভাইরাসঘটিত রোগের নাম পাবে।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে, তাই তোমরা এই তালিকাটি যদি ভালোভাবে জেনে রাখো, তাহলে পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে।
রোগ
|
ভাইরাসের নাম
|
---|---|
ইনফ্লুয়েঞ্জা | Orthomyxo Virus |
হাম | Measles Virus |
গুটি বসন্ত | Variola Major, V. Minor |
জল বসন্ত | Varicella - Zoster Virus |
হারপিস | Herpes Simplex Virus |
পোলিও | Polio Virus |
মাম্পস্ | Mumps Virus |
জলাতঙ্ক | Rabies Virus |
হেপাটাইটিস বি | Hepatitis B Virus |
এডস্ | Human Immunodeficiency Virus |
করোনা | Novel Corona Virus |
Nice and great creation for people's
ReplyDelete