Breaking



Wednesday 1 April 2020

Bengali GK Album PDF for All Competitive Exam Part-1 - বাংলা জিকে অ্যালবাম

Bengali GK Album PDF for All Competitive Exam Part-1 - বাংলা জিকে অ্যালবাম  

Bengali GK Album PDF for All Competitive Exam Part-1 - বাংলা জিকে অ্যালবাম
Bengali GK Album PDF for All Competitive Exam Part-1 - বাংলা জিকে অ্যালবাম 

কলম-
নমস্কার বন্ধুরা,
আজ থেকে শুরু হচ্ছে জিকে প্রশ্নোত্তরের নতুন সিরিজ, যেটি শেয়ার করা হবে Bengali GK Albumবাংলা জিকে অ্যালবাম নামে, যেটির মধ্যে তোমরা গুরুত্বপূর্ণ ৫০টি করে জিকে প্রশ্ন ও উত্তর পাবে। 


        যেহেতু প্রায় সমস্ত রকম চাকরির পরীক্ষার একটা কমন বিষয় হল জেনারেল নলেজ বা জিকে, তাই আমরা আশা করবো, তোমরা এই জিকে অ্যালবাম -র প্রশ্নোত্তরগুলি মুখস্থর মাধ্যমে আগত সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। 

            সুতরাং সময় অপচয় না করে, দেখে নেওয়া যাক জিকে অ্যালবামের প্রথম পর্বের প্রশ্নোত্তর

১. আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় - ৩রা ডিসেম্বর।

২. উগান্ডার রাজধানীর নাম হল - কাম্পালা।

৩. আন্তর্জাতিক চা দিবস পালিত হয় - ১৫ই ডিসেম্বর।

৪. গোবি মরুভূমি অবস্থিত - মঙ্গোলিয়াতে।

৫. চাচাই জলপ্রপাত অবস্থিত - মধ্যপ্রদেশে।

৬. পুলিকট হ্রদ অবস্থিত - তামিলনাড়ুতে।

৭. ভারতের সংবিধানের অভিভাবক বলা হয় - সুপ্রিমকোর্টকে।

৮. ভারতীয় রেলকে জাতীয়করণ করা হয় - ১৯৫০ সালে।

৯. দিল্লী হাইকোর্ট স্থাপিত হয় - ১৯৬৬ সালে।

১০. লিখিত সংবিধান নেই - ব্রিটেনের।

১১. অর্থ কমিশন আইন পাস হয় - ১৯৫১ সালে।

১২. আমাদের দেশের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে - আর.বি.আই. সংস্থা।

১৩. ভারতবর্ষে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন - দাদাভাই নৌরজি।

১৪. শ্বেত বিপ্লব গৃহীত হয় - তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।

১৫. সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয় - মেক্সিকোতে। 

১৬. শিল্প ক্ষেত্রের বৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছিল - পঞ্চম পরিকল্পনায়।

১৭. মালদা জেলার ভূমিকে বলা হয় - দিয়ারা।

১৮. রিয়া উপকূল অবস্থিত - কর্ণাটক রাজ্যে।

১৯. চুনা মাটিতে ভালো জন্মায় - গোলাপ, তুলসী ও লেবু গাছ।

২০. পৃথিবীর গভীরতম গিরিখাতটির নাম - পেরুর কলকা নদীর গিরিখাত।

২১. কাংড়া উপত্যকাটি অবস্থিত - হিমাচল প্রদেশে।

২২. দুধসাগর জলপ্রপাত অবস্থিত - মান্ডভী নদীর উপর।

২৩. কেরালার জলাভূমির মৃত্তিকাকে বলা হয় - কারি।

২৪. সিকিমের জীবনরেখা বলা হয় - তিস্তা নদীকে।

২৫. তিব্বতে তোর্সা নদীটি পরিচিত - মাচু নামে।

২৬. রামনাবাগান অভয়ারণ্যটি অবস্থিত - বর্ধমান জেলায়।

২৭. 'সন্ধ্যা' পত্রিকার সম্পাদক ছিলেন - ব্রহ্মবান্ধব উপাধ্যায়।

২৮. বাংলার প্রথম নবাব ছিলেন - মুর্শিদকুলি খাঁ।

২৯. প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল - অজাতশত্রুর রাজত্বকালে।

৩০. প্রাচীনতম বেদের নাম - ঋকবেদ।

৩১. সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা শুরু করেন - শেরশাহ।

৩২. 'ভারতে দাসপ্রথা ছিল না' -একথা বলেছিলেন - মেগাস্থিনিস।

৩৩. কাশী বিশ্বনাথ মন্দির অবস্থিত - এলাহাবাদে।

৩৪. 'দাহানা' কাকে বলা হয় - বালিয়াড়িকে। 

৩৫. থর মরুভূমি পৃথিবীর কততম মরুভূমি - দশম।

৩৬. 'নীলগিরি' কি ধরণের পর্বত - ক্ষয়জাত।

৩৭. দামোদর উপত্যকা কোন ধরণের উপত্যকা - গ্রস্ত উপত্যকা। 

৩৮. 'হর্ষচরিত' কার রচনা - বাণভট্টের।

৩৯. প্রথম শিল্প আইন প্রণীত হয় - ১৮৮১ সালে।

৪০. বিশুদ্ধ অবস্থায় কস্টিক সোডা হয় - সাদা।

৪১. 'ক্যাবিনেট মিশন' এর প্রস্তাব করেন - ক্লিমেন্ট এটলি।

৪২. 'ইংরেজ ভারত ছাড়ো' প্রস্তাব গ্রহণ করা হয় - আগস্ট বিদ্রোহে।

৪৩. গর্ভধারণ ক্ষমতা সবচেয়ে বেশি - আফ্রিকান হাতির।

৪৪. ধানের রোগের নাম - ব্লাস্ট।

৪৫. সবচেয়ে দীর্ঘতম বর্ডার রয়েছে - চীন দেশের।

৪৬. ভারতের ম্যানচেস্টার বলা হয় - আমেদাবাদকে।

৪৭. ফতেপুর সিক্রি তৈরি করেন - সম্রাট আকবর।

৪৮. দিল্লিতে লালদুর্গ তৈরি করেন - শাহজাহান।

৪৯. ভারতের সংবিধানের রূপকার ছিলেন - ডঃ বি. আর. আম্বেদকর।

৫০. চেঙ্গিস খাঁ -র আসল নাম ছিল - তেমুচিন।

নীচের দেওয়া লিঙ্ক থেকে তোমরা উপরের প্রশ্নোত্তরের তথা জিকে অ্যালবামের প্রথম পর্বেপিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও, যাতে করে তোমরা অফলাইনেও এটি পড়তে পারো। 


File Details:
PDF Name : Bengali GK Album PDF Part-1
Language : Bengali
Size : 1 mb 
No. of Pages : 2
Download Link : Click Here To Download

2 comments: