Breaking



Saturday 25 April 2020

Bengali GK Album PDF for All Competitive Exam Part-2 - বাংলা জিকে অ্যালবাম

Bengali GK Album PDF for All Competitive Exam Part-2 - বাংলা জিকে অ্যালবাম 

Bengali GK Album PDF for All Competitive Exam Part-2 - বাংলা জিকে অ্যালবাম
Bengali GK Album PDF for All Competitive Exam Part-2 - বাংলা জিকে অ্যালবাম 

কলম-
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, কলমের জিকে -র নতুন সিরিজ Bengali GK Album - বাংলা জিকে অ্যালবাম -এর দ্বিতীয় পর্ব। এটির মধ্যেও তোমরা আগের পর্বের মতোনই গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্নোত্তর পাবে। 

          যেগুলি তোমরা মুখস্থর মাধ্যমে আগত সমস্ত রকম চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, কারণ প্রায় প্রতিটা চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা কমন বিষয় হল জেনারেল নলেজ


           সুতরাং সময় নষ্ট না করে, দেখে নাও বাংলা জিকে অ্যালবাম -এর দ্বিতীয় পর্ব। আর এই পর্বটি তোমাদের কেমন লাগলো, তা নীচে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই পর্বটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক প্রশ্নোত্তরের নীচে পেয়ে যাবে।

'ভারতের মিসাইল ম্যান' নামে পরিচিত - ডঃ এ. পি. জে. আব্দুল কালাম।

 পাঞ্জাব কেশরি নামে পরিচিত - লালা লাজপত রায়।

❑ ভারতের সবথেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় - কয়লা থেকে।

❑ সাহিত্যে 'পুলিৎজার' পুরস্কার দেয় - আমেরিকা।

❑ কবি ইকবাল পেশায় ছিলেন - আইনজ্ঞ। 

 'মিড ডে মিল' প্রথম শুরু হয়েছিল - তামিলনাড়ুতে।

❑ মহাত্মা গান্ধীর ডাণ্ডি অভিযানে সঙ্গী ছিলেন - ৭৮ জন।

 বিশ্ব সহিষ্ণুতা দিবস পালিত হয় - ১৬ই নভেম্বর।

❑ WHO এর সদর দপ্তর অবস্থিত - জেনেভাতে।

 উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম - ক্রেসকোগ্রাফ।

❑ রাজ্যপাল কি ধরণের শাসক - নিয়মতান্ত্রিক।

 ভারতের রেল বাজেট প্রথম উপস্থাপন করেন - জন মাথাই।

❑ সিকিম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল - ১৯৭৫ সালে।

 দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম - রবিকীর্তি।

❑ রাজগৃহ নগরটির স্থাপনা করেন - বিম্বিসার।

 দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন - ওয়ারেন হেস্টিংস।

❑ 'গুগলি' কোন খেলার সঙ্গে যুক্ত - ক্রিকেট।

 কার রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন - আলাউদ্দিন খলজি।

❑ কোল উপজাতি বাস করে - মধ্যপ্রদেশে।

 ত্যাগযাত্রা উৎসব হয় - তামিলনাড়ুতে।

❑ কেরালার সবথেকে বড় উৎসবের নাম - ওনাম ।

 দিল্লীর 'লালকেল্লা' নির্মাণ করেন - শাহজাহান।

❑ 'বাসবদত্তা' কার লেখা - সুবন্ধুর।

 ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা - উত্তরপ্রদেশে।

❑ রাজা কৃষ্ণদেব রায়ের সমসাময়িক ছিলেন - বাবর।

 ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হল - সিসমোগ্রাফ।

❑ মাকড়শার শ্বাসঅঙ্গের নাম - বুকলাং।

 মেক্সিকোর রাষ্ট্রীয় প্রতীক - ক্যাক্টা‌স।

❑ মামাভাগ্নে পাহাড় অবস্থিত - বীরভূমে।

 'আইন-ই-আকবরী' কোন ভাষায় লেখা - ফার্সি।

❑ ভলিবল খেলা আবিষ্কার করেন - উইলিয়াম দিমর্গন।

 'লাউড স্পীকার' আবিষ্কার করেন - হোরেস সর্ট।

❑ হরপ্পার খনন কার্য শুরু হয় - ১৯২২ সালে।

 চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত - কর্ণফুলী।

❑ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম - যাযাবর।

 'সামাজিক চুক্তি' গ্রন্থের প্রণেতা - রুশো।

❑ বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠিত হয় - ১৮৯৩ সালে।

 দাবা খেলার জন্মস্থান - ভারত।

❑ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী - গোদাবরী।

 জলকে বিশদ্ধ করতে ব্যবহৃত হয় - ক্লোরিন।

❑ শ্রীরামপুর মিশনারি কলেজ স্থাপিত হয় - ১৮১৮ সালে।

 'স্বপ্ন বাসবদত্তা' কার লেখা - মহাকবি ভাসের।

❑ ক্রিপস মিশন ভারতে আসে - ১৯৪২ সালে।

 আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হত - দেওয়ান।

❑ ভারতের প্রথম মহিলা গণিতবিদ লীলাবতীর জন্মস্থান - দাক্ষিণাত্যে।

 হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি ছিলেন - হিমু।

❑ লালন ফকিরের মাজার কোথায় আছে - কুষ্ঠিয়াতে।

 বিখ্যাত 'তিনমূর্তি' অবস্থিত - দিল্লিতে।

❑ জলপাই গাছের ডাল কীসের প্রতীক - শান্তির।

 'মিউকর' কোন জাতীয় উদ্ভিদ - ছত্রাক। 


File Details:
PDF Name : Bengali GK Album PDF Part-2
Language : Bengali
Size : 1 mb 
No. of Pages : 2
Download Link : Click Here To Download

7 comments: