WBCS Preliminary Geography Previous Years Question Paper with Answer PDF in Bengali - WBCS প্রিলিমিনারি ভূগোল প্রশ্নপত্র PDF
কলমঃ আমাদের ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, WBCS Preliminary Geography Previous Years Question Paper with Answer PDF in Bengali, যেটির মধ্যে তোমরা ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত হওয়া WBCS প্রিলিমিনারি পরীক্ষার ভূগোল বিষয়ের প্রশ্নপত্র উত্তরসহ পাবে।
যেগুলি থেকে তোমরা ভূগোল বিষয় থেকে কি রকম প্রশ্ন হয়, তার একটা স্বচ্ছ ধারণা লাভ করতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকেও অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।
কিছু নমুনা প্রশ্নোত্তরঃ
❊ পাট চাষের প্রধান ক্ষেত্র হল -
ক) তামিলনাড়ু
খ) পশ্চিমবঙ্গ
গ) কেরল
ঘ) হিমাচল প্রদেশ
সঠিক উত্তরঃ পশ্চিমবঙ্গ
❊ বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে -
ক) ভূমিক্ষয়
খ) দূষণ
গ) বন্যা
ঘ) উপরোক্ত সবকটি
সঠিক উত্তরঃ উপরোক্ত সবকটি
❊ 'সবুজ বিপ্লব' প্রথম কোথায় হয়েছিল -
ক) পাঞ্জাব ও হরিয়ানা
খ) বিহার ও পশ্চিমবঙ্গ
গ) অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু
ঘ) গুজরাট ও মহারাষ্ট্র
সঠিক উত্তরঃ পাঞ্জাব ও হরিয়ানা
❊ পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় -
ক) হুগলী জেলায়
খ) হাওড়া জেলায়
গ) বাঁকুড়া জেলায়
ঘ) মালদা জেলায়
সঠিক উত্তরঃ বাঁকুড়া জেলায়
❊ লৌহ ইস্পাত শিল্পকে 'ভারতের রূঢ়' বলা হয় -
ক) ভিলাই
খ) দুর্গাপুর
গ) রুরকেল্লা
ঘ) জামশেদপুর
সঠিক উত্তরঃ দুর্গাপুর
❊ 'আইলা' নামে ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে হয়েছিল -
ক) ২০০৯, মে মাসে
খ) ২০০৮, মে মাসে
গ) ২০০৭, জুন মাসে
ঘ) ২০০৭, জুলাই মাসে
সঠিক উত্তরঃ ২০০৯, মে মাসে
❊ সার্কের মুখ্য কার্যালয় হল -
ক) ঢাকাতে
খ) কাঠমান্ডুতে
গ) ইসলামাবাদে
ঘ) দিল্লিতে
সঠিক উত্তরঃ কাঠমান্ডুতে
❊ জনবসতির ঘনত্ব (২০০১ আদমশুমারী) সর্বাধিক দেখা যায় -
ক) কেরল
খ) পশ্চিমবঙ্গ
গ) মহারাষ্ট্র
ঘ) উত্তরপ্রদেশ
সঠিক উত্তরঃ পশ্চিমবঙ্গ
❊ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল -
ক) গাঙ্গেয় বদ্বীপ
খ) মিসিসিপি
গ) ইরাবতী বদ্বীপ
ঘ) গোদাবরী বদ্বীপ
সঠিক উত্তরঃ গাঙ্গেয় বদ্বীপ
❊ শাল একধরণের -
ক) সরলবর্গীয় বৃক্ষ
খ) চিরসবুজ বৃক্ষ
গ) ম্যানগ্রোভ
ঘ) পর্ণমোচী বৃক্ষ
সঠিক উত্তরঃ পর্ণমোচী বৃক্ষ
সুতরাং সময় অপচয় না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।
File Details:
PDF Name : WBCS Preli. Geography Question Paper
Language : Bengali
Size : 4 mb
No. of Pages : 7
Download Link : (Copyright Issue এর জন্য লিংক তুলে নেওয়া হয়েছে)
PDF Name : WBCS Preli. Geography Question Paper
Language : Bengali
Size : 4 mb
No. of Pages : 7
Download Link : (Copyright Issue এর জন্য লিংক তুলে নেওয়া হয়েছে)
No comments:
Post a Comment