Breaking







Tuesday, 5 November 2019

WBCS Practice Set in Bengali Free PDF Download | WBCS Preliminary Practice Set PDF | WBCS প্র্যাকটিস সেট

WBCS Practice Set in Bengali Free PDF Download | WBCS Preliminary Practice Set PDF | WBCS প্র্যাকটিস সেট 

WBCS Practice Set in Bengali Free PDF Download | WBCS Preliminary Practice Set PDF | WBCS প্র্যাকটিস সেট
WBCS Practice Set in Bengali Free PDF Download | WBCS Preliminary Practice Set PDF | WBCS প্র্যাকটিস সেট 

হ্যালো বন্ধুরা,
             আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, WBCS Practice Set in Bengali Free PDF | WBCS Preliminary Practice Set PDF, যেটির মধ্যে তোমরা WBCS প্রিলিমিনারি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসভিত্তিক ২০০ নাম্বারের একটি প্র্যাকটিস সেট পাবে, যেটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে আগত WBCS পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।


কিছু নমুনা প্রশ্ন ঃ 

আলিপুর বোমা মামলার প্রধান আসামি কে ছিলেন ?
(A)  বাঘাযতীন 
(B)  ক্ষুদিরাম বসু 
(C)  বিপিনচন্দ্র পাল 
(D)  শ্রী অরবিন্দ ঘোষ 

 ‘দেশপ্রিয়’ নামে অভিহিত হন -
(A)  মহাত্মা গান্ধি 
(B)  সুভাষ চন্দ্র বসু 
(C)  সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় 
(D)  যতীন্দ্রমোহন সেনগুপ্ত 

 ‘আত্মীয় সভা’ প্রতিষ্ঠা করেছিলেন -
(A)  রাজা রামমোহন রায় 
(B)  স্বামী দয়ানন্দ সরস্বতী 
(C)  স্বামী বিবেকানন্দ 
(D)  অরবিন্দ ঘোষ 

 ভারতের দীর্ঘতম হিমবাহ হল -
(A)  রিমো 
(B)  সিয়াচেন 
(C)  জেমু 
(D)  এর কোনটিই নয় 

 পশ্চিমবঙ্গের কোথায় টেলিফোনের তার তৈরি হয় ?
(A)  হরিণঘাটা 
(B)  জাদবপূর 
(C)  দার্জিলিং 
(D)  রূপনারায়ণপুর 

 ভারতের বৃহত্তম সার কারখানা আছে -
(A)  পালামৌতে
(B)  সিন্ধ্রিতে 
(C)  ঝরিয়াতে 
(D)  বাহারগোড়া 

 ‘আইন-ই-আকবরী ‘ গ্রন্থের লেখক হলেন -
(A)  আবুল ফজল 
(B)  শেখ মুবারক 
(C)  ফইজি 
(D)  বদাউনি 

 রাইটার্স অলিন্দ যুদ্ধ কোন সালে হয়েছিল ?
(A)  1908 
(B)  1916 
(C)  1921
(D)  1930 

 কে প্রথম ফ্যাক্টরি আইন (1881) প্রবর্তন করেন ?
(A)  লর্ড কার্জন 
(B)  লর্ড রিপন 
(C)  লর্ড কর্ণওয়ালিস
(D)  লর্ড ওয়েলেসলি  

 পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় ?
(A)  মালদা 
(B)  জলপাইগুড়ি 
(C)  বীরভূম 
(D)  দক্ষিণ ২৪ পরগণা 

 কত সালে মিজোরাম রাজ্যস্তরে উন্নীত হয় ?
(A)  1973 
(B)  1975 
(C)  1984 
(D)  1986 

 সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র ও রাজ্য সম্পর্কের দিক নির্দেশ রয়েছে ?
(A)  143 – 163 
(B)  245 – 263  
(C)  301 – 307 
(D)  308 – 323 

 নীচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয় ?
(A)  লোহাতে মরচে ধরা 
(B)  সিমেন্টের জমাট বাঁধা 
(C)  আয়োডিনের ঊর্ধ্বপাতন 
(D)  জলের তড়িৎ বিশ্লেষণ 

 খনিজ ও শিলার ভিতর সবচেয়ে বেশি পরিমাণে আছে কোন উপাদান ?
(A)  অক্সিজেন 
(B)  অ্যালুমিনিয়াম 
(C)  হাইড্রোজেন 
(D)  সিলিকন 

 ‘এ ভিলেজ বাই দ্য সি’ গ্রন্থটির রচয়িতা কে ?
(A)  অনিতা দেশাই 
(B)  সরোজিনী নাইডু 
(C)  লিও টলস্টয় 
(D)  চার্লস ডিক্যান্স 

 আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় ?
(A)  21 মার্চ 
(B)  21 এপ্রিল 
(C)  21 জুন 
(D)  21 আগস্ট

 রাজা পশ্চিম দিক বরাবর হাঁটছে। সে পরপর তিনবার 45 ডিগ্রি কোণ করে ডান, ডান ও বাম দিক ঘুরল। এখন সে কোন দিক বরাবর আছে ?
(A)  পূর্বদিক 
(B)  পশ্চিমদিক 
(C)  উত্তর-পূর্ব দিক 
(D)  দক্ষিণ-পূর্ব দিক 

 PMT, OOS, NQR, MSQ, ?
(A)  LOP 
(B)  LUP 
(C)  LPG
(D)  POM

Directions : in the following questions, choose the one which best expresses the meaning of the given word : 

  Sordid :
(A)  sore
(B)  unpleasant 
(C)  splendid   
(D)  dissatisfied 

 Insensitive :
(A)  repulsive 
(B)  revolting 
(C)  cunning 
(D)  callous 

 Mellow :
(A)  melodious 
(B)  dramatic 
(C)  genial 
(D)  fruity 

 Dearth :
(A)  scarcity 
(B)  familiarity
(C)  closeness 
(D)  relation 

➪ Tranquil :
(A)  tremendous 
(B)  dynamic
(C)  treacherous 
(D)  peaceful

সুতরাং সময় অপচয় না করে নীচের দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ  WBCS Preliminary Practice Set PDF -টি ডাউনলোড করে নাও। 



1 comment: