WB Police SI Practice Set in Bengali PDF | পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF | Part-2
![]() |
WB Police SI Practice Set in Bengali PDF Download | পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF | Part-2 |
হ্যালো বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, WB Police SI Practice Set in Bengali PDF Download | পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF; যেটির মধ্যে তোমরা সম্পূর্ণ সিলেবাসভিত্তিক ১০০টি প্রশ্ন MCQ ফরম্যাটে পাবে। যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে আগত সাব-ইন্সপেক্টর পরীক্ষাকে খুব সহজেই ক্র্যাক করতে পারবে।
কিছু নমুনা প্রশ্নঃ
✽ লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
(ক) মণিপুর
(খ) মেঘালয়
(গ) অরুণাচল প্রদেশ
(ঘ) ত্রিপুরা
✽ কোন বিজ্ঞানী কৃত্রিম হৃদযন্ত্র আবিষ্কার করেন ?
(ক) কেনেথ উড
(খ) পিয়ের সেগালাস
(গ) উইলিয়াম জোহান কলফ
(ঘ) জোহান গ্রেগর মেন্ডেল
✽ ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
(ক) জয়ললিতা
(খ) সরোজিনী নাইডু
(গ) বিজয়লক্ষ্মী পণ্ডিত
(ঘ) সুচেতা কৃপালিনী
✽ গণ্ডোয়ানা পর্বত কোন রাজ্যে অবস্থিত ?
(ক) নাগাল্যান্ড
(খ) পাঞ্জাব
(গ) মধ্যপ্রদেশ
(ঘ) জম্মু ও কাশ্মীর
✽ ইবন বতুতা নীচের কোন গ্রন্থটির রচয়িতা ?
(ক) সফর নামা
(খ) তারিখ-ই-ফিরোজশাহী
(গ) কিতাব-উর-রেহেলা
(ঘ) কিরাম-উস-মাদাইন
✽ লেবুতে কোন অ্যাসিড থাকে ?
(ক) সাইট্রিক অ্যাসিড
(খ) অক্সালিক অ্যাসিড
(গ) অ্যাসিটিক অ্যাসিড
(ঘ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
✽ একক শর্করাকে কি বলা হয় ?
(ক) মনোস্যাকারাইড
(খ) পলিস্যাকারাইড
(গ) ডাইস্যাকারাইড
(ঘ) কোনটিই নয়
✽ মানুষের জিহ্বায় ঘা জে ভিটামিনের অভাবে ঘটে, তা হল -
(ক) কোলিন
(খ) বায়োটিন
(গ) রাইবোফ্ল্যাভিন
(ঘ) ফাইলোকুইনোন
✽ যে ডিএনএ তে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হল -
(ক) ইসরাইল
(খ) থাইমিন
(গ) সাইটোসিন
(ঘ) অ্যাডিনাইন
✽ হাইড্রোজেন বোমায় কোন ধরণের নিউক্লিয় বিক্রিয়া হয় ?
(ক) নিউক্লিয় বিভাজন
(খ) নিউক্লিয় সংযোজন
(গ) স্প্যালেশন বিক্রিয়া
(ঘ) কোনটিই নয়
সুতরাং সময় অপচয় না করে, নীচের লিঙ্ক থেকে সম্পূর্ণ প্র্যাকটিস সেটটি বিনামূল্যে ডাউনলোড করে নাও।
File Details:
PDF Name : WB Police SI Practice Set 2
Language : Bengali
Size : 7 mb
No. of Pages : 12
Download Link : Click Here To Download
PDF Name : WB Police SI Practice Set 2
Language : Bengali
Size : 7 mb
No. of Pages : 12
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment