Breaking



Monday 4 November 2019

WB Abgari Police Constable Practice Set Part-2 in Bengali Free PDF | WB Police Excise Constable Practice Set in Bengali PDF | আবগারি পুলিশ প্র্যাকটিস সেট পর্ব - ২

WB Abgari Police Constable Practice Set Part-2 in Bengali Free PDF | WB Police Excise Constable Practice Set in Bengali PDF | আবগারি পুলিশ প্র্যাকটিস সেট পর্ব - ২ 

WB Abgari Police Constable Practice Set Part-2 in Bengali Free PDF Download | WB Police Excise Constable Practice Set in Bengali PDF | আবগারি পুলিশ প্র্যাকটিস সেট পর্ব - ২
WB Abgari Police Constable Practice Set Part-2 in Bengali Free PDF Download

হ্যালো বন্ধুরা, 
           আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, WB Abgari Police Constable Practice Set Part-2 in Bengali Free PDF - আবগারি পুলিশ প্র্যাকটিস সেট পর্ব - ২, যেটির মধ্যে তোমরা সম্পূর্ণ সিলেবাসভিত্তিক বাংলা ভাষা টেস্ট এবং জেনারেল অ্যাওয়ারনেস ও রিজনিং থেকে ১০০টি প্রশ্ন MCQ ফরম্যাটে পাবে, যেগুলির সঠিক উত্তর তোমরা পিডিএফটির শেষ পাতায় পেয়ে যাবে।

          যেগুলো তোমরা প্র্যাকটিসের মাধ্যমে আবগারি পুলিশ পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। 



কিছু নমুনাঃ 

রবীন্দ্রনাথ কাকে "বাংলা ভাষার যথার্থ শিল্পী" বলে অভিহিত করেছেন ?
ক. রামমোহন রায় 
খ. বিদ্যাসাগর 
গ. প্যারীচাঁদ মিত্র
ঘ. রাধানাথ শিকদার 

➪ ব্রাহ্মসভা কবে প্রতিষ্ঠিত হয় ?
ক. ১৮২০ 
খ. ১৮২২ 
গ. ১৮২৫ 
ঘ. ১৮২৮ 

➪ কে নিকোবরের নাম দেন স্বরাজ দ্বীপ ?
ক. রাসবিহারী বসু 
খ. নেতাজী সুভাষচন্দ্র বোস 
গ. মহাত্মা গান্ধি 
ঘ. জওহরলাল নেহেরু 

➪ ভারতের প্রাচীনতম বাদ্য কোনটি ?
ক. তানপুরা 
খ. একতারা 
গ. বাঁশি 
ঘ. বীণা 

➪ পৃথিবীর প্রথম গান বলতে কি বোঝায় ?
ক. গ্রীসের সঙ্গিত 
খ. পাখিদের কলবর 
গ. বৈদিক ঋষিদের মন্ত্রধ্বনি  
ঘ. চরাচরের শব্দ 

➪ নিম্নলিখিত কোন ভারতীয় শিল্পী ভারতরত্ন সম্মানে ভূষিত হননি ?
ক. লতা মঙ্গেশকর 
খ. বিসমিল্লা খান 
গ. রবিশঙ্কর 
ঘ. আলি আকবর খান 

➪ বিক্রম ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
ক. গিটার 
খ. সন্তুর 
গ. তবলা 
ঘ. বাঁশি 

➪ তুন্দ্রা শব্দটির অর্থ কি ?
ক. বরফ ঢাকা অঞ্চল 
খ. গাছবিহীন অঞ্চল 
গ. বালি ঢাকা অঞ্চল 
ঘ. জলা অঞ্চল 

➪ সুমাত্রা দ্বীপ কোথায় অবস্থিত ?
ক. ফিলিপিন্স 
খ. ইন্দোনেশিয়া 
গ. হাওয়াই 
ঘ. মালয়েশিয়া 

➪ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি ?
ক. লিভিং স্টোন 
খ. নায়েগ্রা 
গ. এঞ্জেল ফলস (ভেনেজুয়েলা)
ঘ. কোনটিই নয় 

➪ সমীর P বিন্দু থেকে যাত্রা শুরু করলো। বিন্দুটি দক্ষিণে অবস্থিত। তারপরে 40 মিটার হেঁটে সে বাঁদিকে ঘুরল এবং 30 মিটার হেঁটে Q বিন্দুতে পৌঁছল। P ও Q বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত ?
ক. 30 মি. 
খ. 40 মি. 
গ. 60 মি. 
ঘ. 50 মি. 

➪ ছয়জন ছাত্র দুটি সারিতে মুখোমুখি বসেছে। A, C -এর বিপরীতে এবং D, F -এর ডানদিকে এবং C, D -এর বাঁদিকে বসে থাকে, তবে B -এর বিপরীতে কে বসেছে ?
ক. A
খ. D
গ. E
ঘ. F 

➪ 'অমৃতকুম্ভের সন্ধানে' কোন লেখকের রচনা ?
ক. শংকর 
খ. কালকূট 
গ. নীললোহিত 
ঘ. পরশুরাম 

➪ নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি দ্বিগু সমাসের উদাহরণ ?
ক. উপকূল 
খ. জন্মান্তর 
গ. সপ্তাহ 
ঘ. বৃহন্নলা 

➪ 'ইন্দ্র' শব্দের লিঙ্গান্তর করলে কি হয় ?
ক. ইন্দ্রী 
খ. ইন্দ্রি 
গ. ইন্দ্রাণী 
ঘ. ইন্দ্ররানি 

➪ 'প্রণাম' শব্দের পদান্তর করো - 
ক. প্রণাম্য 
খ. প্রণমিত 
গ. প্রণম্য 
ঘ. প্রনাম্য 

➪ 'হাজার চুরাশির মা' গ্রন্থের গ্রন্থকার কে ?
ক. আশাপূর্ণা দেবী 
খ. মহাশ্বেতা দেবী 
গ. বাণী বসু 
ঘ. সুচিত্রা ভট্টাচার্য 

➪ 'আমার যাওয়া হইবে না' বাক্যটির বাচ্য নির্ণয় করো - 
ক. কর্তৃবাচ্য 
খ. কর্মবাচ্য 
গ. ভাববাচ্য 
ঘ. বাক্যটির বাচ্য নির্ণয় করা অসম্ভব 

➪ 'শ্বেত বর্ণের পদ্ম' -কে এক কথায় কি বলে ?
ক. কোকনদ 
খ. ইন্দিবর 
গ. পুন্ডরিক 
ঘ. পঙ্কজ 

➪ 'হাঁটুজল' শব্দটির ব্যাসবাক্য নির্ণয় করো - 
ক. হাঁটু অধিক জল 
খ. হাঁটুর জল 
গ. হাঁটু পর্যন্ত জল 
ঘ. হাঁটু জলের সমান 
সুতরাং সময় নষ্ট না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ  WB Abgari Police Constable Practice Set Part-2 in Bengali PDF -টি ডাউনলোড করে নাও। 


File Details:
PDF Name : WB Police Excise Constable Practice Set-2 
Language : Bengali
Size : 6.2 mb 
No. of Pages : 10 
Download Link : Click Here To Download



2 comments: